কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

আলি রেজা

নাক্ষত্রিক দহন


দৃষ্টির সীমানায় ধাবমান পাদুকা
কাদালিপ্ত পায়ে চলা পথ
ঘন লোমে ঢাকা
বুকের উপত্যকায় ভর করে
ভেসে আসে ক্ষুরের আওয়াজ;
ম্যানহোল থেকে উঠে আসার আগে
অশ্বারোহীর ক্ষুরের ঘায়ে
ঢুবে যেতে থাকি
মল-মূত্র পঁচা শস্যদানা
আর কনডম ভাসা কালাপানিতে;
ফুসফুস ভরে শ্বাস নেই
বাতাসে হাপরের হলকা
বুকের ভিতরে উল্কা পতন
অবলুপ্ত আশ্বাসে জেগে ওঠো তুমি,
অনামিকা ছুঁয়ে দেখি
পোড়া হাড়গোড়, কুচকানো ত্বক
চেতনার সমূদ্রে নাক্ষত্রিক দহন।

তুমি ছিলে প্যাপিরাসে মোড়া প্রেম ঘৃণা
ভালবাসার অবরুদ্ধ অভিঘাত
মরা নদীর রুপালি বাঁকে বাঁকে
নিষিদ্ধ লোবানের ধাবমান ধোঁয়াসা।


1 টি মন্তব্য: