কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১২

পর্না ব্যানার্জ্জী

ভালোবাসা - মার্কেট প্লাস

উদ্বৃত্ত ভালোবাসা
টুকরো করে বিলিয়ে দিতে চাই
দাম নির্ধারণ করা হয়নি
অকশান এ বসাবো ভাবছি
চলুক না দর হাঁকা হাঁকি
বেশ হবে
১০০... ১০১... ১০২...
দেখিনা থামে গিয়ে কোথায়
হাজার না কোটি কতোতে থামে গিয়ে দেখি
উদ্বৃত্ত তো ক্ষতি কি
একটু না হয় ভাগ সহ্য করে নিস
“সতীন হিসেবে ধরছিস কেন ... ধরে নিস না এক মায়ের পেটের দুই বোন”
ব্যাস কোনো অশান্তি নেই
ভালো করে গুছিয়ে দিস ফুলশয্যার ঘর
আলতা পায়ের ছাপটারও ত্রুটি রাখিসনা
অকশান এর ভালোবাসা বোলে কথা
দাম দিয়ে কিনবে আমায়
আত্মমর্যাদাটা রাখতে হবে ভালো করে
ঢিল ছোড়া দূরত্বে থাকবি তুই
রোজ দেখতে যাবো তোকে আমার সেই পুরনো ভালোবাসা নিয়ে
উদ্বৃত্ত ভালোবাসা তো দ্বিতীয়জনার... ভাবনা কিসের?
আসল ভাগ তোর
ফুরিয়ে যাবে যেদিন উদ্বৃত্তের ভাণ্ডার
দেখবি ফিরে আসব সেই তোর কাছে এক ভাবে
অপেক্ষায় থাকবি তো তুই সেইরকম ভাবে সেজেগুজে?
দেখিস ভুল করে তখন উদ্বৃত্ত জঞ্জাল ভেবে ফেলে দিস না আমায়
এখন না হয় অল্প মানিয়ে নিস
দেখিনা আমার ভালোবাসার দর বসিয়ে
চড়াই উৎরাই জীবনের উত্থান পতন সবের সাথে একটু
“ভালোবাসার মার্কেট প্লাস খেলা খেলে”।



২টি মন্তব্য: