বিপ্লবী সমান মৃত্যু চাই
নি:র্ঝঞ্জাট দু:খ চাই
মৃত্যু চাই দূর্বেধ্য
নির্লজ্জ্ব ভালোবাসার চেয়ে
দৃষ্টান্তমুলক ঘৃনা চাই
শরীরী উশৃংখলতাকে উষ্ঠাঘাত করে
সহজলভ্য মিলন চাইনা
জীবন চাই কঠোর আর কঠিন
মিছে স্বান্তনার গোয়াল ছেড়ে
দায়িত্ববোধের হুংকার চাই
বিদ্রোহীসম জীবন না হলে
বিপ্লবী সমান মৃত্যু চাই ।
নি:র্ঝঞ্জাট দু:খ চাই
মৃত্যু চাই দূর্বেধ্য
নির্লজ্জ্ব ভালোবাসার চেয়ে
দৃষ্টান্তমুলক ঘৃনা চাই
শরীরী উশৃংখলতাকে উষ্ঠাঘাত করে
সহজলভ্য মিলন চাইনা
জীবন চাই কঠোর আর কঠিন
মিছে স্বান্তনার গোয়াল ছেড়ে
দায়িত্ববোধের হুংকার চাই
বিদ্রোহীসম জীবন না হলে
বিপ্লবী সমান মৃত্যু চাই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন