কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১১ আগস্ট, ২০১২

ফারহানা খান্নাম

তোমায়


তোমায় সাজাই কবিতার শব্দ-ছন্দে - অলঙ্কারে
চন্দ্রকলার মতন
শব্দ শুভ্র মেঘেদের লুকোচুরি খেলা
মনের আকাশ জুড়ে।

ছন্দরা এলোমেলো তন্দ্রাভঙ্গ বিক্ষুব্ধ
তবুও অতিন্দ্রিত চোখে কিছু স্বপ্ন
জেগে থাকে
চেতনায় আলো - আঁধারি ভাবনায়,
ছায়ায়, তরঙ্গে।

যেন ভোরের বাতাসে ভেসে আসা চেনা ফুলের
অচেনা সৌরভ।

জীবনের আনন্দ-উৎসব আর বিষন্ন কান্নার
গভীর থেকে আসে কবিতার শব্দমালা
নিজের কাছে নিজেই অনতিক্রম্য
নিশ্চল আবেগহীন।

তোমাকে যতোই সাজাতে চাই শব্দ -ছন্দ অলঙ্কারে
তুমি মূর্ত আপন অহঙ্কারে |



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন