কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

সোমবার, ১৩ আগস্ট, ২০১২

অনন্যা ভট্টাচার্য্য

পাখী

এক কুচি মেঘ
দুই পাটি রোদ্দুর
এক ছিঁটে মন
চাইছে সমুদ্দুর ।
এক চালা ঘর
টালি বলছে , “দ্যাখো - ”
এক ফোঁটা মেয়ে –
বালি দিয়ে সাঁকো ॥

স্বপ্ন আর খিদে
বাড়ছে একান্তর , -
তাল-গাছ কই মা ?
আমি উড়ব রাত-ভোর ॥


২টি মন্তব্য: