পাখী
এক কুচি মেঘ
দুই পাটি রোদ্দুর
এক ছিঁটে মন
চাইছে সমুদ্দুর ।
এক চালা ঘর
টালি বলছে , “দ্যাখো - ”
এক ফোঁটা মেয়ে –
বালি দিয়ে সাঁকো ॥
স্বপ্ন আর খিদে
বাড়ছে একান্তর , -
তাল-গাছ কই মা ?
আমি উড়ব রাত-ভোর ॥
এক কুচি মেঘ
দুই পাটি রোদ্দুর
এক ছিঁটে মন
চাইছে সমুদ্দুর ।
এক চালা ঘর
টালি বলছে , “দ্যাখো - ”
এক ফোঁটা মেয়ে –
বালি দিয়ে সাঁকো ॥
স্বপ্ন আর খিদে
বাড়ছে একান্তর , -
তাল-গাছ কই মা ?
আমি উড়ব রাত-ভোর ॥
sundor likhechhen
উত্তরমুছুনasadharon ... eto sundar prakash bhongi!!!!
উত্তরমুছুন