কবিতার খোঁজে
মনের মত কবিতা খুঁজেছি
মায়ের মাখা ভাতে
ড্রেসিং টেবিলের কাঁচে আটকানো টিপ'এ
বাবার ক্লান্ত মুখে
আর
বন্ধুদের চার অক্ষরে ...
অনেক খুঁজে পেতে
ভূগোলের খাতা থেকে
বেড়িয়ে এলো কবিতা
সেই যেদিন
পড়ার ব্যাচে ডুব মেরে
তোর সাথে গিয়েছিলাম ফুচকা খেতে,
দু'টাকায় পাঁচটা ...
ঘেমো বিছানার চাদরে
লেপ্টে থাকে কবিতা
আর থাকে
প্রেমিকের প্রত্যাখ্যানে ...
মনের মত কবিতা খুঁজেছি
মায়ের মাখা ভাতে
ড্রেসিং টেবিলের কাঁচে আটকানো টিপ'এ
বাবার ক্লান্ত মুখে
আর
বন্ধুদের চার অক্ষরে ...
অনেক খুঁজে পেতে
ভূগোলের খাতা থেকে
বেড়িয়ে এলো কবিতা
সেই যেদিন
পড়ার ব্যাচে ডুব মেরে
তোর সাথে গিয়েছিলাম ফুচকা খেতে,
দু'টাকায় পাঁচটা ...
ঘেমো বিছানার চাদরে
লেপ্টে থাকে কবিতা
আর থাকে
প্রেমিকের প্রত্যাখ্যানে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন