মেহেরবানী
আমি খুব অযোগ্য একটা জীবন।
যতবার জীবন অঙ্ক কষেছি
যোগফলে শূণ্য ছাড়া কিছু মেলেনি ।
আসলে অঙ্কটাই শিখতে পারিনি
শূণ্যের সাথে শূণ্য ছাড়া
কোন যোগফলে শূণ্য আসে নাকি।
তবু বারবার একই ভুল করেছি।
তবু আমাকে কেউ মানুষ বলবে
আশা নিয়ে আহাম্মকির চূড়ান্ত করেছি।
আজ ওগো সৃষ্টির মালিক
একটু মেহেরবানী করবে কি।
মানুষ নামটা মুছে দিয়ে
সৃষ্টির মর্যাদা রাখা উচিৎ নয় কি।
আমি খুব অযোগ্য একটা জীবন।
যতবার জীবন অঙ্ক কষেছি
যোগফলে শূণ্য ছাড়া কিছু মেলেনি ।
আসলে অঙ্কটাই শিখতে পারিনি
শূণ্যের সাথে শূণ্য ছাড়া
কোন যোগফলে শূণ্য আসে নাকি।
তবু বারবার একই ভুল করেছি।
তবু আমাকে কেউ মানুষ বলবে
আশা নিয়ে আহাম্মকির চূড়ান্ত করেছি।
আজ ওগো সৃষ্টির মালিক
একটু মেহেরবানী করবে কি।
মানুষ নামটা মুছে দিয়ে
সৃষ্টির মর্যাদা রাখা উচিৎ নয় কি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন