একটি গর্ভস্থ শিশুর আর্ত্তনাদ :
মা,আমাকে বাঁচাও। এই বিচিত্র সমাজে বিচিত্র সব মানুষ,যাঁদের সঙ্গে তুমি বাস করো। আমি তোমাকেই চয়ন করেছি আমার মা রূপে। তোমার উপরে প্রচণ্ড চাপ, যাতে তুমি পুত্র সন্তানের জন্ম দাও। কিন্তু মা আমি যে তোমার গর্ভে এসে গেছি,তবে আমি পুত্র নই,কন্যা। তুমি অকালে গর্ভপাত করে,আমার বিকৃত দেহকে পলিথিনে মুড়ে, ঐ দুরের ডাষ্টবিনে ফেলে দিয়ো না। এক মায়ের অনেক সন্তান থাকে, কিন্তু এক সন্তানের জন্মদাত্রী মাতা শুধু এক জন ই হয় ... আমি তোমার স্নেহভরা কোলে আসতে চাই ....তুমিই একমাত্র আমাকে বাঁচাতে পারো সমাজের এই দস্যুদের হাত থেকে। আমি কথা দিচ্ছি, একদিন আমি পুরুষতান্ত্রিক এই সমাজের মুখ ভেঙ্গে দিতে তোমাকে সাহায্য করবো। পৃথিবীর কাউকে খুশি করি বা না করি, তোমাকে আমি অবশ্যই খুশি করবো।
মা,আমাকে বাঁচাও। এই বিচিত্র সমাজে বিচিত্র সব মানুষ,যাঁদের সঙ্গে তুমি বাস করো। আমি তোমাকেই চয়ন করেছি আমার মা রূপে। তোমার উপরে প্রচণ্ড চাপ, যাতে তুমি পুত্র সন্তানের জন্ম দাও। কিন্তু মা আমি যে তোমার গর্ভে এসে গেছি,তবে আমি পুত্র নই,কন্যা। তুমি অকালে গর্ভপাত করে,আমার বিকৃত দেহকে পলিথিনে মুড়ে, ঐ দুরের ডাষ্টবিনে ফেলে দিয়ো না। এক মায়ের অনেক সন্তান থাকে, কিন্তু এক সন্তানের জন্মদাত্রী মাতা শুধু এক জন ই হয় ... আমি তোমার স্নেহভরা কোলে আসতে চাই ....তুমিই একমাত্র আমাকে বাঁচাতে পারো সমাজের এই দস্যুদের হাত থেকে। আমি কথা দিচ্ছি, একদিন আমি পুরুষতান্ত্রিক এই সমাজের মুখ ভেঙ্গে দিতে তোমাকে সাহায্য করবো। পৃথিবীর কাউকে খুশি করি বা না করি, তোমাকে আমি অবশ্যই খুশি করবো।
কি গভীর অনুভব
উত্তরমুছুনThanks !
উত্তরমুছুন