কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১১ আগস্ট, ২০১২

অলক বিশ্বাস

অর্ধেক তুমি

দেওয়ালে হেলান দেওয়া জবা গাছটি
এখনো আছে , ছড়ানো ডালে ডালে ঘুমোলে দুপুর
প্রজাপতি একা একা ওড়ে, ফুল তাকে
আলো করে রাখে নিজেই উল্লাসে ।

ঘুমে আচ্ছন্ন মানুষ জানলায় হাওয়া খায় বটে
দক্ষিণের সেই পথে ঝাকড়ানো আমগাছ কেটে উঠেছে ফ্লাটবাড়ি
সামনের খেলার মাঠে ব্যস্ত অফিস, পাঁচিলে ঘিরেছে সরকার!
ফাঁকা নেই আর, কালবৈশাখী আসে না এখানে !

এখানেই একদিন বৃষ্টিতে ভিজেছিলে
বিনীত মুদ্রায় হেসে, ভালোবেসে
স্বপ্নদুপুর তুমি কুহকবেলা।

এখন সে সব গল্পের মতো, রাস্তার বাঁকে
আলোকিত অর্ধেক তুমি—
রাতের জানলা খোলা ঘরে রবি ঠাকুরের গানে
‌অজস্র রেখা হয়ে গতিময় থেকো।



1 টি মন্তব্য: