আরো একটি অসমাপ্ত কবিতা
ভেবেছিলাম বাড়ি ফিরেই শেষ করে দেব
কবিতার কোটি চরণ ,
তুমি বলেছিলে "রাত্রে তারা ফোটার আগে
ফিরে এস ... এস কিন্তু
এল পি তে চৌরাসিয়া শুনব দুজনে !'
বাড়ি ফেরা মানে কি ?
অনেক চোরাগলি পেরিয়ে
শ্রান্ত শরীর টেনে তুলে
নিঃশব্দ গোপন কুঠুরিতে করোটি ঠোকা ?
সব চতুরঙ্গ ঝেড়ে ফেলে
চুপিসারে পায়ের তলে মাথা গুজে ,
শুধু সম্পূর্ণ সত্য উচ্চারণ !
ডিজেলের ধোঁয়া , জটিল তীব্র যানজট
বড় দেরী হয়ে যায় ...
শহুরে আকাশ ফালাফালা করে দিয়ে
প্রতিশ্রুতি ভেঙ্গে দিয়ে
ফুটে ওঠে সন্ধ্যাতারা
বড় দেরী হয়ে যায় ,
বড় দেরী হয়ে যায় .........
তুমি অপেক্ষা করনি আর
অভিমানে মিশে গেছি
জীবনের পথে ....
ভেবেছিলাম বাড়ি ফিরেই শেষ করে দেব
কবিতার কটি অসমাপ্ত চরণ
কিন্তু......
দেরী হয়ে গেল বড়
অপেক্ষায় নেই তুমি .....
একটি কবিতা অসমাপ্ত রয়ে গেল তাই ........
ভেবেছিলাম বাড়ি ফিরেই শেষ করে দেব
কবিতার কোটি চরণ ,
তুমি বলেছিলে "রাত্রে তারা ফোটার আগে
ফিরে এস ... এস কিন্তু
এল পি তে চৌরাসিয়া শুনব দুজনে !'
বাড়ি ফেরা মানে কি ?
অনেক চোরাগলি পেরিয়ে
শ্রান্ত শরীর টেনে তুলে
নিঃশব্দ গোপন কুঠুরিতে করোটি ঠোকা ?
সব চতুরঙ্গ ঝেড়ে ফেলে
চুপিসারে পায়ের তলে মাথা গুজে ,
শুধু সম্পূর্ণ সত্য উচ্চারণ !
ডিজেলের ধোঁয়া , জটিল তীব্র যানজট
বড় দেরী হয়ে যায় ...
শহুরে আকাশ ফালাফালা করে দিয়ে
প্রতিশ্রুতি ভেঙ্গে দিয়ে
ফুটে ওঠে সন্ধ্যাতারা
বড় দেরী হয়ে যায় ,
বড় দেরী হয়ে যায় .........
তুমি অপেক্ষা করনি আর
অভিমানে মিশে গেছি
জীবনের পথে ....
ভেবেছিলাম বাড়ি ফিরেই শেষ করে দেব
কবিতার কটি অসমাপ্ত চরণ
কিন্তু......
দেরী হয়ে গেল বড়
অপেক্ষায় নেই তুমি .....
একটি কবিতা অসমাপ্ত রয়ে গেল তাই ........
ভাল - আরো কবিতা পড়তে চাই - সুন্দর লিখেছ
উত্তরমুছুন