তোর কোলে মাথা রাখবো সমুদ্র
সমুদ্র পাড়ে বসে লিখছি তোরই নাম
সাক্ষী রইলো তোমার মুছে দিয়ে যাওয়া ঢেউগুলো
ঢেউএর গর্জন আজ বড়ই এলোমেলো,
যেন তোমারই অগোছালো হৃদয়ে স্পন্দন।
এক উচ্ছাস ঢেউ আছড়ে পড়ে পায়ের কাছে,
আর তোর স্মৃতি ভেজায় এই দু'চোখ
'সমুদ্র' তোকে শুধুই দেখি
কেন তোর মাঝে হারাতে পারিনা বলতো?
যতবার দুর থেকে তোকে দেখেছি
খুঁজে পেয়েছি নীলাভ বিষ রাশি...
কিন্তু ছুঁয়ে দেখেছি তুই ও স্বচ্ছ ওর মনের মত
তুইও আজ বহুদুরে, চাইলেও ছুঁতে পারিনা তোকে
বারে বারে তাই তোর কাছেই ছুটে আসি,
তোকে একবার দেখার জন্য
তার কথা মনে রাখার জন্য
তুই মনে করিয়ে দিবি তো তাকে আমার কথা?
বলবি তো আমি পাই তার চোখে অসীম সাগর?
হয়তো সে আসবে একদিন তোরই বুকে,
স্রোতের টানে ভাসতে ভাসতে...
ততোদিন অপেক্ষায় পড়ে থাকব তোরই কোলে।
দেখা করিয়ে দিবি তো তুই ওর সাথে?
একবার ... শুধু একবার
সেদিন তুই আর নিরবে থাকিস না,
মত্ত হয়ে যাস আমার মত
তোর কোলে মাথা রেখে খুব কাঁদবো সেদিন,
আর নিঃশব্দে মিশে যাবো তোরই মাঝে,
কেউ জানবেনা সেদিন... কেউ না...
আমি ঘুমোবো তোর বুকে খুব নিশ্চিন্তে,
সারা জীবন, প্রত্যেক ঢেউ এর আদরে...
সমুদ্র পাড়ে বসে লিখছি তোরই নাম
সাক্ষী রইলো তোমার মুছে দিয়ে যাওয়া ঢেউগুলো
ঢেউএর গর্জন আজ বড়ই এলোমেলো,
যেন তোমারই অগোছালো হৃদয়ে স্পন্দন।
এক উচ্ছাস ঢেউ আছড়ে পড়ে পায়ের কাছে,
আর তোর স্মৃতি ভেজায় এই দু'চোখ
'সমুদ্র' তোকে শুধুই দেখি
কেন তোর মাঝে হারাতে পারিনা বলতো?
যতবার দুর থেকে তোকে দেখেছি
খুঁজে পেয়েছি নীলাভ বিষ রাশি...
কিন্তু ছুঁয়ে দেখেছি তুই ও স্বচ্ছ ওর মনের মত
তুইও আজ বহুদুরে, চাইলেও ছুঁতে পারিনা তোকে
বারে বারে তাই তোর কাছেই ছুটে আসি,
তোকে একবার দেখার জন্য
তার কথা মনে রাখার জন্য
তুই মনে করিয়ে দিবি তো তাকে আমার কথা?
বলবি তো আমি পাই তার চোখে অসীম সাগর?
হয়তো সে আসবে একদিন তোরই বুকে,
স্রোতের টানে ভাসতে ভাসতে...
ততোদিন অপেক্ষায় পড়ে থাকব তোরই কোলে।
দেখা করিয়ে দিবি তো তুই ওর সাথে?
একবার ... শুধু একবার
সেদিন তুই আর নিরবে থাকিস না,
মত্ত হয়ে যাস আমার মত
তোর কোলে মাথা রেখে খুব কাঁদবো সেদিন,
আর নিঃশব্দে মিশে যাবো তোরই মাঝে,
কেউ জানবেনা সেদিন... কেউ না...
আমি ঘুমোবো তোর বুকে খুব নিশ্চিন্তে,
সারা জীবন, প্রত্যেক ঢেউ এর আদরে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন