কবিতার সাথে কথোপকথন
সদ্য সৃষ্টি কবিতাটি মুখগোমড়া করে
আমাকে বলল,
এত সহজ করে আমাকে লিখলে কেন? কিছু উপমা,
কিছু কাব্যিক ভাবনা তুমি অবলীলায় দিতে পারতে!
এত সহজ করে কি কেউ লিখে?
আমি কলমটিকে নিয়ে খেলা করার ভঙ্গিতে বললাম,
তোমাকে জন্ম দেয়া আমার কর্তব্য।
তাই বলে কি লেখার ভাবটা আমার হবে না?
তুমি আসবে ঠিক সে ভাবে যে ভাবে আমি চাইবো।
কবিতাটি অসহায়ের মত মুখ করে বলল,
এত নির্যাতন সহ্য হবে না, কিছুটা ভালবাসাও আমাকে দাও
সৃষ্টি করা অধিকার তোমার হলে
তোমার লিখনিতে রূপান্তরিত হবার আগে
কিছু বলবার অধিকার আমারও আছে।
যদি ভাল না বাসো হারিয়ে যাব একদিন
তোমাকে ফেলে বুঝলে?
থাকবে একা তুমি
কাগজ ও কলমটাকে নিয়ে, আমি বিহীন।
সদ্য সৃষ্টি কবিতাটি মুখগোমড়া করে
আমাকে বলল,
এত সহজ করে আমাকে লিখলে কেন? কিছু উপমা,
কিছু কাব্যিক ভাবনা তুমি অবলীলায় দিতে পারতে!
এত সহজ করে কি কেউ লিখে?
আমি কলমটিকে নিয়ে খেলা করার ভঙ্গিতে বললাম,
তোমাকে জন্ম দেয়া আমার কর্তব্য।
তাই বলে কি লেখার ভাবটা আমার হবে না?
তুমি আসবে ঠিক সে ভাবে যে ভাবে আমি চাইবো।
কবিতাটি অসহায়ের মত মুখ করে বলল,
এত নির্যাতন সহ্য হবে না, কিছুটা ভালবাসাও আমাকে দাও
সৃষ্টি করা অধিকার তোমার হলে
তোমার লিখনিতে রূপান্তরিত হবার আগে
কিছু বলবার অধিকার আমারও আছে।
যদি ভাল না বাসো হারিয়ে যাব একদিন
তোমাকে ফেলে বুঝলে?
থাকবে একা তুমি
কাগজ ও কলমটাকে নিয়ে, আমি বিহীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন