অচেনা
চেনা অচেনার দর্পণে আজ চিনেছি
কত চেনা চেনা মুখ
অচেনা ভাষায় চেনা সুখ দুখ
অচেনা সে আজ ও, দাঁড়ালে সমুখ।
চেনা অচেনার ধ্বজার তলে,
চেনা চেনা সেই মোড়ক আড়ালে,
সবই অচেনা, ধরা না দিলে।।
উড়িয়ে হাওয়ায় মোড়ক যত,
রোদে জ্বলে পুড়ে রঙ সব গত,
চেনা অচেনার ভিড়ে একা আজ
চিনিনা কিছুই, তবু পরিচিত।
কত যে চেনা কে , চেনাতে চেনাতে
চিনতে চিনতে, হারাল দুরেতে
দূর হতে তব আরও দূরে কেউ
শুনিয়েছে গান, অচেনা সুরেতে।
সুর অচেনা, গান তবু চেনা
চেনা রঙ তুলি, ছবি অচেনা
চেনা সে সড়ক, চেনা আনাগোনা
অচেনা বাজারে চেনা বেচা কেনা।
চেনা আলোতে, আমিও অচেনা
অচেনাদিনের তুমি কত চেনা,
মোড়কের ভাঁজে, তুমিও অচেনা।
চেনা অচেনার দর্পণে আজ চিনেছি
কত চেনা চেনা মুখ
অচেনা ভাষায় চেনা সুখ দুখ
অচেনা সে আজ ও, দাঁড়ালে সমুখ।
চেনা অচেনার ধ্বজার তলে,
চেনা চেনা সেই মোড়ক আড়ালে,
সবই অচেনা, ধরা না দিলে।।
উড়িয়ে হাওয়ায় মোড়ক যত,
রোদে জ্বলে পুড়ে রঙ সব গত,
চেনা অচেনার ভিড়ে একা আজ
চিনিনা কিছুই, তবু পরিচিত।
কত যে চেনা কে , চেনাতে চেনাতে
চিনতে চিনতে, হারাল দুরেতে
দূর হতে তব আরও দূরে কেউ
শুনিয়েছে গান, অচেনা সুরেতে।
সুর অচেনা, গান তবু চেনা
চেনা রঙ তুলি, ছবি অচেনা
চেনা সে সড়ক, চেনা আনাগোনা
অচেনা বাজারে চেনা বেচা কেনা।
চেনা আলোতে, আমিও অচেনা
অচেনাদিনের তুমি কত চেনা,
মোড়কের ভাঁজে, তুমিও অচেনা।
ভীষণ-ই ভাল - দারুন লাগলো - সুন্দর লিখেছ
উত্তরমুছুন