কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১১ আগস্ট, ২০১২

পৃথা রায় চৌধুরী

চৌমাথায় চৌকশ চিন্তা



জীবন মৃত্যুর মাঝে
উত্তেজক শৈত্য জড়িয়ে চোর পুলিশ খেলা
এই আছি, এই নেই অবান্তর
কথোপকথন নিষেক ফলায় মুখোশধারি বেলা।

অনিশ্চিত উৎস খুঁজে কুৎসা গাওয়া
অভ্যেস বশে রোজনামচায় জিন বিশ্লেষণ,
পোড়ো মন্দিরের দেওয়ালে মানতের অশ্বত্থচারা
নিরুপায়, নিশ্চুপ নৈবেদ্যলোভী বুড়ো ঈশ্বর।

রাত বাড়লেই কথা দেবার কথাগুলো ভুলে গিয়ে
মজ্জা চুষে স্বভাবসিদ্ধ ছলচাতুরির গড়িমসি
অন্ধকারের প্রতিযোগিতায় জিতে গেলেই
আগামিকাল সকালটা নিশ্চিন্ত দুই পক্ষই।

স্থবির পাপের ঘটে আম্রপল্লব সাজিয়ে পুণ্যসঞ্চার
পাঞ্চজন্যরও লাগে অ্যানুয়াল মেন্টেনেন্স কন্ট্র্যাক্ট
নুড়ি পাথরের মাঝে শিব খুঁজে ফিরে হয়রান,
সবজান্তার মতো মাথা নাড়িয়ে, এটাই ফ্যাক্ট, এটাই ফ্যাক্ট।



৪টি মন্তব্য:

  1. পৃথার কবিতা ( শক্তিদা আবার বলত- পদ্য ) পড়তে আমার খুউউউউউউব ভালো লাগে । তাই ফেসবুকে আমি লাইকিয়ে ছেড়ে দি ।
    কিন্তু, এখানে মনে হল, দুটো কথা বলি ! না, কবিতা নিয়ে বলার কিছু নেই ! জাষ্ট, অসাধারণ !
    তবে, ইংরেজী শব্দ আসতেই পারে, কেননা ওটা এসেই যায় ! কবিতায় অন্তত আমার বেমানান লাগে । এটা আমার একান্ত ব্যক্তিগত মত । মাথা, না ঘামালেও চলবে ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ঘনাদা স্যার......আপনার যে আমার লেখা ভালো লাগে , এতেই আমি ধন্য। আপনার কথা মাথায় রাখব, আসলে কিছু ক্ষেত্রে আমরা দৈনন্দিন জীবনে কিছু ইংরেজি শব্দ এমন ভাবে জড়িয়ে ফেলেছি, যে সেগুলর বাংলা করে কবিতায় লিখতে গেলে মেকি মনে হয়, তাই এমন লিখেছি। তবুও আপনার কথা নিশ্চই খেয়াল রাখব । আশির্বাদধন্যা করে রাখবেন।

      মুছুন
  2. উত্তরগুলি
    1. অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে ...কৃতজ্ঞ থাকলাম আমার লেখাটি পড়বার জন্য। ভালো থাকবেন, পাশে থাকবেন।

      মুছুন