নিশি কাব্য
রাতের আঁধারে আমার মনের দুয়ার সব খোলা রয়;
ভেবে নেই ব্রহ্মাণ্ডের তারকামালা তখন আমার আঙ্গিনার ধূলোয় লুটোয়।
নিঃশব্দ চরাচরে জেগে থাকা আমার মতো আত্মাগুলো
খুঁজে ফেরে কালের বাঁধনহারা আগামীর রথ।
অথবা চলে যায় সুদূরে ফেলে আসা কোনও গহীন ছায়াপথ-
যেখানে এখনো ছুটে গিয়ে দিতে চাই নিজেকে বিসর্জন।
রাতের আঁধারে আমার মনের দুয়ার সব খোলা রয়;
ভেবে নেই ব্রহ্মাণ্ডের তারকামালা তখন আমার আঙ্গিনার ধূলোয় লুটোয়।
নিঃশব্দ চরাচরে জেগে থাকা আমার মতো আত্মাগুলো
খুঁজে ফেরে কালের বাঁধনহারা আগামীর রথ।
অথবা চলে যায় সুদূরে ফেলে আসা কোনও গহীন ছায়াপথ-
যেখানে এখনো ছুটে গিয়ে দিতে চাই নিজেকে বিসর্জন।
কাঁচা লেখা।
উত্তরমুছুন