অশরীরী তুমি
দখিন হাওয়া তুমি বইবে বলে
এনেছিলাম মধুক্ষরণ;
আকাশের অজস্র তারায় যদি ঢেউ ওঠে
তারা গুলি নেমে আসে ঘর-এর আঙ্গিনায়
করেছিলাম স্বপ্নচারণ
পথিকের মত খুঁজি পথ
পূর্ণ করতে মনোরথ -
ভিখিরির মত চেয়ে চেয়ে ফিরি
চাতকের মত ছাতি ফাটা তৃশারী
আমার আকুল ডাকে মূর্ছিত হয়ে
আনবে তুমি সুরের অশরীরী রথ,
রহস্যময় পিপাসা অনুভব জেগে রবে ।
নিতান্ত মুগ্ধতা বসে নেমে আসবে চোখ জুড়ে ঘুম
দু চোখে তোমার অসীম দিগন্ত ছোঁয়া রূপ ধুম
আমি ডুবে যাই দেখতে গভীর স্বপ্ন
তবু চলে যাব দূরে বহুদূরে
যেথা শুধুই বাজে বসন্তমাদল
যেথা শুধুই কুহু কুহু গান
বয়ে যায় নির্মল বাতাস সুর লয় তান
তোমার ভালবাসতেই আমার ভালবাসার অনুসন্ধান
মন ও শরীর জুড়ে অশরীরী তুমি ।
দখিন হাওয়া তুমি বইবে বলে
এনেছিলাম মধুক্ষরণ;
আকাশের অজস্র তারায় যদি ঢেউ ওঠে
তারা গুলি নেমে আসে ঘর-এর আঙ্গিনায়
করেছিলাম স্বপ্নচারণ
পথিকের মত খুঁজি পথ
পূর্ণ করতে মনোরথ -
ভিখিরির মত চেয়ে চেয়ে ফিরি
চাতকের মত ছাতি ফাটা তৃশারী
আমার আকুল ডাকে মূর্ছিত হয়ে
আনবে তুমি সুরের অশরীরী রথ,
রহস্যময় পিপাসা অনুভব জেগে রবে ।
নিতান্ত মুগ্ধতা বসে নেমে আসবে চোখ জুড়ে ঘুম
দু চোখে তোমার অসীম দিগন্ত ছোঁয়া রূপ ধুম
আমি ডুবে যাই দেখতে গভীর স্বপ্ন
তবু চলে যাব দূরে বহুদূরে
যেথা শুধুই বাজে বসন্তমাদল
যেথা শুধুই কুহু কুহু গান
বয়ে যায় নির্মল বাতাস সুর লয় তান
তোমার ভালবাসতেই আমার ভালবাসার অনুসন্ধান
মন ও শরীর জুড়ে অশরীরী তুমি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন