পৃথিবী
পৃথিবী হটাত ছোট হয়ে গিয়ে বোকা বাক্সে বন্ধ
থমকে গিয়ে বদলে দেয় গতি
পৃথিবী কখনো আমার মতই তোমার নেশায় অন্ধ
লাভের পাল্লা তোমার দিকে আর আমায় দিলে ক্ষতি !
পৃথিবী কখনো শ্রান্ত পথিক ,
ভ্রান্ত মনের দাস
পৃথিবী কখনো সলিল সমাধি
দমকা খুশির উচ্ছাস !!
পৃথিবী কখনো ক্রোধী কামদেব
দাবানল বারো মাস
আগুন লাগায় মনের গভীরে
শিরায় শিরায় সন্ত্রাস !!
পৃথিবী আসলে শিরোনাম হীন
নগর বাউল হায়
পৃথিবী আসলে আমারিই মত
তোমাকেই-ই শুধু চায়!!
পৃথিবী হটাত ছোট হয়ে গিয়ে বোকা বাক্সে বন্ধ
থমকে গিয়ে বদলে দেয় গতি
পৃথিবী কখনো আমার মতই তোমার নেশায় অন্ধ
লাভের পাল্লা তোমার দিকে আর আমায় দিলে ক্ষতি !
পৃথিবী কখনো শ্রান্ত পথিক ,
ভ্রান্ত মনের দাস
পৃথিবী কখনো সলিল সমাধি
দমকা খুশির উচ্ছাস !!
পৃথিবী কখনো ক্রোধী কামদেব
দাবানল বারো মাস
আগুন লাগায় মনের গভীরে
শিরায় শিরায় সন্ত্রাস !!
পৃথিবী আসলে শিরোনাম হীন
নগর বাউল হায়
পৃথিবী আসলে আমারিই মত
তোমাকেই-ই শুধু চায়!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন