কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১১ আগস্ট, ২০১২

শিবেন মন্ডল

মনকল্প

এখন চাঁদের দেশে তার ঘর সংসার ,
তাই দূর থেকেই পূর্ণ করি হৃদয় ,
কাছে গেলে প্রান খুঁজে পাবো না ,
জানি বলেই দুরত্ব তৈরী অনিচ্ছাতেই ।

আলো আঁধারে চেনা মানুষ,
এক দিন বলেছিলো ,
 "অনিয়মই আমার শৃঙ্খলা "

এখন আমিও ভাবি ,
ঠিক তোমারি মতো
শেষের দিন গুলি কাটবে ।
ধরা বাঁধা নিয়ম তোমার থাক ।
আমার আছে ,থাকবে ,
বাঁধনহীন মুক্ত আকাশ ।
কোন এক শ্রাবনের বৃষ্টিতে যখন
ডানা গুলি ভীষন ভারী হবে ,
শরীর এলিয়ে দেবো মধ্য আকাশে,
প্রানহীন দেহ খোঁজ দিবে না ,
ফেলে আসা অনিয়ম
কষ্ট সুখের দিন ।।



1 টি মন্তব্য: