তুমুল বৃষ্টির মধ্যে
তুমি চাইলে মেঘ
আমি চাইলাম বৃষ্টি
মেঘের গায়ে মেঘ, হুড়োহুড়ি
লুটোপুটি তোমার পছন্দ।
ঝির ঝিরে ঝম ঝমে
বৃষ্টি আমার।
আকাশের মুখভার
অস্থির মানুষজন, কাতর
ফুটিফাটা মাঠঘাট, পুকুর
খাল বিল জলহীন।
তুমি চাইলে মেঘ
আমি চাইলাম বৃষ্টি
মেঘে মেঘে তুমুল হল্লা
নাচন উঠলো গাছে গাছে
পাখপাখালির আর্তনাদ
উড়োউড়ি।
বৃষ্টি নামল
তুমুল বৃষ্টির মধ্যে আমাদের
হেঁটে চলা বিপন্ন পক্ষীশাবকের দিকে
তুমুল বৃষ্টির মধ্যে ।
তুমি চাইলে মেঘ
আমি চাইলাম বৃষ্টি
মেঘের গায়ে মেঘ, হুড়োহুড়ি
লুটোপুটি তোমার পছন্দ।
ঝির ঝিরে ঝম ঝমে
বৃষ্টি আমার।
আকাশের মুখভার
অস্থির মানুষজন, কাতর
ফুটিফাটা মাঠঘাট, পুকুর
খাল বিল জলহীন।
তুমি চাইলে মেঘ
আমি চাইলাম বৃষ্টি
মেঘে মেঘে তুমুল হল্লা
নাচন উঠলো গাছে গাছে
পাখপাখালির আর্তনাদ
উড়োউড়ি।
বৃষ্টি নামল
তুমুল বৃষ্টির মধ্যে আমাদের
হেঁটে চলা বিপন্ন পক্ষীশাবকের দিকে
তুমুল বৃষ্টির মধ্যে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন