শুভ সন্ধ্যা
বসে থাকি একই দিকে চেয়ে আপনার মনে ,
দেখে যাই শুধু বিহঙ্গের নীড়ে ফেরা ,
বিকেলের রোদ যেন রঙিন আঁচল হয়ে ,
ধরনীর মুখ ছুঁয়ে
যাই সরে ধীরে ধীরে অলস আলিঙ্গনে ...
আর ভেবে যাই বাঁধা পরে আছি দুইজনে ,
কোনো দিন ডানা মেলে ভেসে যাব দোহে
সুদূরের দেশে , নিয়তির অমোঘ নিয়মে ...
বসে থাকি একই দিকে চেয়ে আপনার মনে ,
দেখে যাই শুধু বিহঙ্গের নীড়ে ফেরা ,
বিকেলের রোদ যেন রঙিন আঁচল হয়ে ,
ধরনীর মুখ ছুঁয়ে
যাই সরে ধীরে ধীরে অলস আলিঙ্গনে ...
আর ভেবে যাই বাঁধা পরে আছি দুইজনে ,
কোনো দিন ডানা মেলে ভেসে যাব দোহে
সুদূরের দেশে , নিয়তির অমোঘ নিয়মে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন