তবু যেতে হয়
কেউ কাউকে ছেড়ে যাবনা বলে,
কিন্তু তবুও যেতে হয়।
পৃথিবীর যেখানে যত যুগল
যেখানে যত পরিজন
সবাই কোনো না কোনো সময় বলে-
ছেড়ে যাবনা কিছুতেই…!
তবুও সেই ছায়াপ্রান্তর হাতছানি দেয়,
কেবলি ডাকে আয় আয়-
চলে আয়-
নীরব এ প্রান্তমধ্যে কেঁদে যা একাকী…!
নিশ্চিত বিচ্ছেদ জেনেও
সমস্ত প্রেমের গান ভাসে
ভেসে যায় ভুলের স্বর্ণক্ষেত্র চিরে
ভেসে যায় হাওয়ায় হাওয়ায়,
সুগন্ধী চাঁদের আলো
কোনো এক চুপকথার গল্প বলে
সেই সব না দেখা বিচ্ছেদ কল্পনা সেইসময়
দেহ ধারণ করে ঝুপসি অন্ধকারে।
কেউ কাউকে ছেড়ে যাবনা বলে,
কিন্তু তবুও যেতে হয়।
পৃথিবীর যেখানে যত যুগল
যেখানে যত পরিজন
সবাই কোনো না কোনো সময় বলে-
ছেড়ে যাবনা কিছুতেই…!
তবুও সেই ছায়াপ্রান্তর হাতছানি দেয়,
কেবলি ডাকে আয় আয়-
চলে আয়-
নীরব এ প্রান্তমধ্যে কেঁদে যা একাকী…!
নিশ্চিত বিচ্ছেদ জেনেও
সমস্ত প্রেমের গান ভাসে
ভেসে যায় ভুলের স্বর্ণক্ষেত্র চিরে
ভেসে যায় হাওয়ায় হাওয়ায়,
সুগন্ধী চাঁদের আলো
কোনো এক চুপকথার গল্প বলে
সেই সব না দেখা বিচ্ছেদ কল্পনা সেইসময়
দেহ ধারণ করে ঝুপসি অন্ধকারে।
khub sundor
উত্তরমুছুন