বিষাদের কান্না
অখন্ড নীরবতায় চুপ করে থাকা ...
অবাক ভাবনায় ফ্যাল ফ্যাল দেখা ...
জীবন যাচ্ছে সময়ের সরণী দিয়ে বয়ে ......
ফুল হয়ে ফুলেল হয়ে ....
গাছে ফুটে থাকলে -
ভুল কে পারিনা চিনে নিতে ।
মনের দর্পনে নিজেকে খুঁজতে গিয়ে
হুট করে ভুল করে ভুলকে যাই ভুলে -
কুয়াশাস্তর ভেদ করে বেজে ওঠে
অধরা সুখের সানাই ....
বা কেবলই ভুল-ভাল বুঝে -
ক্লান্ত হই ছায়ার সাথে যুঝে;
আনমনে দুলতে থাকে ভালবাসার নাম-ঠিকানা
গন্তব্য থাকে চিরকাল-ই অজানা
সীমানায় পৌঁছে দেখি সিঁথিতে সিন্দুর এঁকে
অচেনা ডাকপিয়নের থেকে
অসময়ে আসা চিঠি দেখে বিষাদের কান্না ।
অখন্ড নীরবতায় চুপ করে থাকা ...
অবাক ভাবনায় ফ্যাল ফ্যাল দেখা ...
জীবন যাচ্ছে সময়ের সরণী দিয়ে বয়ে ......
ফুল হয়ে ফুলেল হয়ে ....
গাছে ফুটে থাকলে -
ভুল কে পারিনা চিনে নিতে ।
মনের দর্পনে নিজেকে খুঁজতে গিয়ে
হুট করে ভুল করে ভুলকে যাই ভুলে -
কুয়াশাস্তর ভেদ করে বেজে ওঠে
অধরা সুখের সানাই ....
বা কেবলই ভুল-ভাল বুঝে -
ক্লান্ত হই ছায়ার সাথে যুঝে;
আনমনে দুলতে থাকে ভালবাসার নাম-ঠিকানা
গন্তব্য থাকে চিরকাল-ই অজানা
সীমানায় পৌঁছে দেখি সিঁথিতে সিন্দুর এঁকে
অচেনা ডাকপিয়নের থেকে
অসময়ে আসা চিঠি দেখে বিষাদের কান্না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন