কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১১ আগস্ট, ২০১২

জয়ন্ত সাহা

বিষাদের কান্না

অখন্ড নীরবতায় চুপ করে থাকা ...
অবাক ভাবনায় ফ্যাল ফ্যাল দেখা  ...
জীবন যাচ্ছে সময়ের সরণী দিয়ে বয়ে ......
ফুল হয়ে ফুলেল হয়ে ....
গাছে ফুটে থাকলে -
ভুল কে পারিনা চিনে নিতে ।
মনের দর্পনে নিজেকে খুঁজতে গিয়ে
হুট করে ভুল করে ভুলকে যাই ভুলে -
কুয়াশাস্তর ভেদ করে বেজে ওঠে
অধরা সুখের সানাই ....
বা কেবলই ভুল-ভাল বুঝে -
ক্লান্ত হই ছায়ার সাথে যুঝে;
আনমনে দুলতে থাকে ভালবাসার নাম-ঠিকানা
গন্তব্য থাকে চিরকাল-ই  অজানা
সীমানায় পৌঁছে দেখি সিঁথিতে সিন্দুর এঁকে
অচেনা ডাকপিয়নের থেকে
অসময়ে আসা চিঠি দেখে বিষাদের কান্না ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন