কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

রবিবার, ১২ আগস্ট, ২০১২

দুর্গা রায়

তড়স

ওই যায় হাসনের একতারা বলাকার মন নিয়ে
বাউলিয়ানায় মশগুল !

মন চোরা , দেহ ঘড়ি বাঁধো হৃদি পাশে , আহত পিপাসা
ঠোঁট থেকে ঝরে পড়ে ।

আট কুঠুরি নয় দরজা
কতো প্রাণ এই হৃদে
শুধু ও- ই জানে ।

ফেরাও ফেরাও ওকে
গহীন চোখে চেয়ে চেয়ে
পোড়ালো সাধের ঘর তামাটে তৃষ্ণায় ।

কোন আহেতুক নদী যেন ধুলো মাখা জলে
বানভাসি মানুষের স্বপ্ন না আঁকে

তাই একান্ত সোহাগে
লুকিয়ে রেখেছে সাধক চাবির গোছা
গেরুয়া জামার আস্তিনে ।

কেমন ধারা যেন হাসনের প্রেম
সব কেড়ে নেয় , শিউলি এনে শরৎ এনে
ভরা শাওনে চাতক এনে ।

চাঁদ সমাগত , তাও নিশ্চিত হয় না
লতা গাছের মতো গুটিগুটি তবু
আশ্বাস ছুঁয়ে দেখে

ওর বাউল চোখে মানুষের মন
পিছলে যাবে পা ,
আর এগোস না উড়াল পাখি
পড়িস না নিজ ফাঁদে ।

তোর সাথে ভিন গাঁয়ে নিশীথ যাপনে
সব ভুলে দিগন্তে উল্কাপাত মাঝ রাতে

উথাল পাথাল তড়স
অনুগত হওয়ার তড়স
ভালবাসার তড়স
আকুল নীল শিরায় বয়ে যাওয়ার তড়স
চিবুক আঙ্গুল ঠোঁট ভিজে যায় তড়সে তড়সে

কাঁধে কাঁধ , আঙ্গুলে আঙ্গুল
ঠোঁটে ঠোঁট ছোঁয়াও হাসন রাজা

নইলে উথাল বুকে , তুকতাক গুণ বশ
তড়স পাগল হব বুঝি আজ ।

এক মুঠ আকাশের তড়স
অনন্য বাতাসের তড়স
বাউল রূপের তড়স

ঘর নেই , ঘর নেই ,
বাউল ডানা থেকে খসে পড়ে
শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত ভৈরবী সুর ।

দাঁড়াও হাসন রাজা
হাত ধরো ..................।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন