কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

শৈলেন্দ্র প্রসাদ চৌধুরী মানিক

অষ্টপ্রহর

আচ্ছা অনামিকা তুমি কি ভাল আছো ?
আমি অনেক দিন থেকেই ভাল নাই !

আজ এতটা মন খারাপ
তা কোন উপমা দিয়েই প্রকাশ করা যাবে না !
তোমার কি সময় হবে কিছু শোনার ?
আজ আমি বলবো কিছু কথা -
সকাল-সন্ধ্যা-রাত-ভোর ,অষ্টপ্রহর
আমাকে আঘাত করে
কোন এক মানব সন্তান !
আসলে সে পাগলও নয়
তবে মানুষও নয় !
আমি আঘাত দিই না কখনো
ও মানুষ হয়নি বলে !
আমি ভেবে ছিলাম ও হয়তো মানুষ !
না সে মানুষ হতে পারেনি এখনো ।
আর কোন দিন সে মানুষ হবে না !
মানুষের সাথে সহবাস করা যায়
অমানুষের সাথে নয় !
যারা মানুষের মঙ্গল চায় না
তারা তো মানুষ হতে পারে না !

অনামিকা ! আর কী শুনবে বলো ?
আর কথা না হয় অন্য দিন শুনো !




1 টি মন্তব্য: