কেন্দ্রাতিগ আবেগ
শাপান্ত হই পুনর্বার-
তোমার ছায়া মাড়ানোর অপরাধে;
প্রতিরোধ-প্রতিবাক…. নীরব, নির্বোধ-
আজো কৃতদাসের মত ঘুরপাক খায়….
তোমারি চারিপার্শ্বে;
অহমের অলংকারে বিভূষিতা অঞ্জনা তুমি-
যার অঙ্গনের প্রবেশাধিকার সংরক্ষিত,
আর ভালোবাসা সেথায় ভাবাবেগ হারিয়ে….
ঠোকরায় মাথা অভিশাপের প্রস্তরে;
প্রাণের শেষ হয়…..
হয়না অন্ত অস্তিত্বের ।
অতঃপর আবার শুরু হয় অভিযাত্রা-
প্রদক্ষিণ করে আমার নির্লজ্জ অনুভূতিরা….
নিঃসঙ্গতার পাঁচিল পেরিয়ে-
তোমার অহমিকার চারিধারে;
কেন্দ্রের মায়াটানে বাঁধা পড়ে রই-
পেরোনো যায়না অমোঘ নিয়তির পরিধি….
তবু রয়ে যায় দু’জনার মাঝে ব্যাসার্ধের সমান দূরত্ব;
অনুভবেরা ঠোকর খেতে খেতে পরিক্রমণ করে-
একপেশে ভালোবাসার আবর্তে ।
অসামান্য একটি কবিতা...
উত্তরমুছুন