কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৫ অক্টোবর, ২০১৩

কবিতা - মেঘলা জান্নাত

কবিতার সুরে তীব্র ঝঙ্কার
মেঘলা জান্নাত



কবিতা তবে কি?
যেমনি মানুষ উদঘাটন করেছে বহু সত্য
রচনা করেছে যুগে যুগে অনেক তত্ত্ব
তবে কি এমনি করেই জন্ম নিয়েছিল শিল্পকলা
আর তারই অন্যতম সৃষ্টি এ কবিতামালা ?

কবিতা তবে কি?
কল্পনার অসীম মূর্তরূপে বিরাজমান
গভীর অনন্তকে পাঠকের ইন্দ্রিয়গ্রাহ্যে সচেষ্ট শান
তবে কি তেমনি প্রচেষ্টা এমন কবিতা লেখার প্রয়াস
এমতাবস্থায় কবিগন কি কেবলই ফেলবেন দীর্ঘশ্বাস?

কবিতা তবে কি?
অনুভূতির সুন্দর ও শাশ্বত প্রকাশই যদিবা পাঠকের কাছে কবিতা হয়
পাঠক নিজেকে সম্পৃক্ত করতে পারলেন কিনা তা-ই বিচার্য বিষয়
গন্তব্য কোথায় কবিতার?বা কবিতা কি সকলের জন্যে নয় ?
কবিতার সূক্ষ শরীরে রক্তের আঁচড় কেটে ফোটা অস্ত্রাঘাত !
যেমনি করে"স্বাধিনতা"নিয়ে সৃষ্ট কবিতা হয়ে উঠেছে,লেখনী নির্ঝরে বজ্রপাত ।

কবিতা তবে কি ?
নির্দিষ্টস্থান কোথায় কবিতার?নাকী এ এক দখল করা জমিন?জমিদারের ।
কারাইবা দিয়েছিল কবিতায় ব্যাপক রূপ!চক্ষুকর্নরঞ্জক লোমহর্ষক সব আবিস্কারের!
পাঠকের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক,তবে কি দূর্বোধ্যতাই কবিতার অলঙ্কার ?
কি করেইবা হয়েছিল উদয় স্রোষ্টারূপি কবিমনে অহঙ্কার ?
কবিতায় যেন আজ রক্তশূন্যতার শঙ্কা!
কে করবে এর ভবিষ্যৎ রক্ষা?

এবার কি তবে পারবেনা প্রজন্ম,কবিতার গায়ে লাগাতে তীব্র ঝঙ্কার!

এবার হোক তবে কবিতা..................
শৃঙ্খল মুক্তির জন্যে কবিতা,
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা,
গণতন্ত্রের পক্ষে কবিতা,
স্বৈরাচারের বিরুদ্ধে কবিতা,
স্বাধীনতার পক্ষে কবিতা,
ভালবাসার আহব্বানে কবিতা.......

৪টি মন্তব্য:

  1. ভালো লাগার রেশ ভালবাসা দিয়ে গ্রহণ করলাম


    উত্তরমুছুন
  2. Kobita houk shanti ar sammer gaan geye agamir poth cola...onek shuvecca kobik.....

    উত্তরমুছুন
  3. তোমার এই অনন্য উপলব্ধি আগেও পড়েছি । মন ছুঁয়ে ডানা মেলেছে আবেগ । চিলেকোঠায় মুখ লুকিয়ে কাঁদছে কবিতা । একা, ভীষণ একা ।

    উত্তরমুছুন