কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৫ অক্টোবর, ২০১৩

কবিতা - কচি রেজা

সাদা ইউনিফর্ম
কচি রেজা



(১)
সাদা য়ুনিফর্ম হয়ে তুমি আমার কাছে আসো
কিছু উৎপন্ন ডিম রেখেছি দেখো হারমনিয়ামের রীডে

(২)
পরীক্ষা করো আমাকে চোখদুটিতে কেন উভলিঙ্গ পোকা
পাগলের জনন কোষ বলে আমি ও কি নিরপেক্ষ মৃগী রোগী

(৩)
একসাথে নেচে জোড়া লেগে গেছে বুকের কবুতর
তুমি চলে গেলে সাদা কাগজেও আরেকটি তুমি

(৪)
কান্না দেখে চশমাও ভিজেছিল খুব
বাইবেল না কি সংক্রামক প্রাচ্যদেশী এই অহংকার
তোমাকে নয় নিজেকে উপভোগ করার জন্যই
বিকিনি খুলতে দিয়েছি সুস্বাদু হরিণকে

(৫)
কাঁটাচামচে বৈশিষ্ট্য কেটে খাচ্ছে ঘনিষ্ঠতা
পাতলা কাচের শব্দে জোড়াঠোঁট কেটে যায়

(৬)
তোমাকে চুম্বন করে যে জীবাণু করি পান
তুমি তার রাখো নি সন্ধান

(৭)
আমিও মেটালকয়েন খুঁজে বেড়াচ্ছি সীবিচে
নিঃসঙ্গতা চায় না কেউ তার সমকক্ষ হোক
ডিটেকটর সংকেত দিলে উঠে আসে
পেশীহীন শামুকের সঙ্গমদৃশ্য

(৮)
কোথাও গেলে দেহ রেখে যাই
কেউ ষ্ট্রাকচারের প্রশংসা করলে
দু'জন ইঞ্জিনীয়ারের নাম বলি

(৯)
প্রেম দিয়ে কি আরেকটি সংসদ ভবন গড়বেন, লুই কান
আমার লবন নিন

২টি মন্তব্য:

  1. দুর্দান্ত দিদি, একটার চাইতে আরেকটা... জাস্ট মুগ্ধ হলাম

    উত্তরমুছুন
  2. কচিদির কবিতা মানেই একটা নতুন সৃষ্টি। নতুন করে ভাললো লাগা।


    উত্তরমুছুন