কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৫ অক্টোবর, ২০১৩

কবিতা - অনুপ দত্ত

সেই লোকটা
অনুপ দত্ত



সেই লোকটা৷ কত দিন বসে আছে ফুটপাতে
যেন পৃথিবী অভিমান নিয়ে এক কোনে চেয়ে আছে
নিজেকে হরফ করে বিছানোর ছায়া কবে ঢাকা পড়েছিলো...
এই পৃথিবীর মুখে৷হাস্যরসে ভরপুর নিবাসী শাস্ত্রের সংলাপে৷

যেন আঘাতে, ঐশ্বরিক প্রেমের আঘাতে গাছের আড়ালে
গাছপালা ভেঙ্গে ফোকরে ফোকরে জেগে ওঠে ভূষন্দির মাঠ৷

যেন কতদিন,ঘুমায়নি যৌবন৷
চেয়ে চেয়ে কেটে গাছে জীবনের উলঙ্গ করা রাত৷

যেন শরীর,ভাঙ্গা আয়নায় জড়িয়ে শিহিরণ ধরে
রেখেছিল কাঁপা কাঁপা এক হাত৷
যেন ফেরিওয়ালা,কতদিন ফেরি করে নি কল্পবিদ্যা খেলা
সাজায়নি রং মাখা প্রেমের আকুলি বিতান৷

পথের ও পাশে ছেঁড়া ছেঁড়া প্রেমপত্র
উড়ে এসে জোড়েনি এপাশের ফুটপাথে
সেই মানুষের ছেঁড়া ছেঁড়া হৃদয়ের ঘরে
ছেঁড়া শাড়ী ছেঁড়া হৃদয় জোড়েনি কোনদিন৷

যেন টোপ ফেলা, অলক্ষে গাঁথা হয়নি ফল৷
ও ফুটপাতে বসে থাকা ভাঙ্গা কৃষ্ণকলি ছেঁড়া শাড়ী শরীর আধার৷
যেন ময়না পাড়ার মাঠে জাগেনি হরিন চোখে হিল্লোল৷
লাগেনি চৈত্র মাদল৷কোমর ভাঙ্গা লজ্জাবতী গান৷সুদৃশ ফুলেল বান
লাগেনি কোন অযথা সসমীর রোখ
কিন্তু সময় জানিয়ে গেছে সেই কবে থেকে .....
" তা সে যতই কালো হোক...দেখেছি তার কালো হরিন চোখ "

1 টি মন্তব্য:

  1. এত সুন্দর নিখুত বর্ণনা শুধু আপনার পক্ষেই সম্ভব অনুপ দা।

    উত্তরমুছুন