পাঁচটি হাইকু
আরশাদ উল্লাহ্
পূজাপার্বণ,
শুভ্র শেফালী হাতে
ভক্ত পূজারি
শারদ সন্ধ্যা,
দূরে পর্বত 'পরে
উজ্জ্বল তারা
স্নিগ্ধ সুবাস,
তাজা শিউলী হাতে
সুশ্রী তরুণী
পতিত পত্র,
পর্বত পথে হাঁটি
মর্মর ধ্বনি
ঝিঝির ডাক
মাতৃ-বুকে সন্তান,
ঝরিত পত্র
আরশাদ উল্লাহ্
পূজাপার্বণ,
শুভ্র শেফালী হাতে
ভক্ত পূজারি
শারদ সন্ধ্যা,
দূরে পর্বত 'পরে
উজ্জ্বল তারা
স্নিগ্ধ সুবাস,
তাজা শিউলী হাতে
সুশ্রী তরুণী
পতিত পত্র,
পর্বত পথে হাঁটি
মর্মর ধ্বনি
ঝিঝির ডাক
মাতৃ-বুকে সন্তান,
ঝরিত পত্র
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন