কবিতা ত্রয়ী
আব্দুল্লাহ্ জামিল
বিরহের নেশা
এবং কেউ চলে যায় আজ
বহুকালের না বলা কথা বলা হয়ে যায়
মরণের বহুকাল আগে
অতঃপর বিচ্ছিন্ন সংযোগ
তখন মেঘলা আকাশের হেঁয়ালিপনা
কখনো কখনো গুড়ি গুড়ি বৃষ্টি ঝরে
কখনো হাল্কা রোদের পরশ বুলায়
কিংবা ঝমঝম বৃষ্টিতে ভেজায়
তারপর ভুলে যাওয়া পথে
চলতে চলতে চলে যায় বিস্মৃত জগতে
এই প্রেমের গান গাইনি কোনদিন
অথচ বিরহের গানও কতো আনন্দদায়ক
না কিছু আশা করতে নেই
তাতে শুধু কষ্ট বেড়ে যায়
আমি তো আর কষ্ট চাই না
এখন বিরহের নেশায় বুঁদ হয়ে আছি
ক্ষুধাচিত্র
লাজ-লজ্জাবিহীন এই রাঁধুনী নির্ভর ক্ষুধা ভালো লাগে না
অত বকবক করা কেনো?
নির্লিপ্ত সূর্যটা শুধু জ্বালা ধরানো কিরণ ঢেলে যায় মনে
আর ভালো লাগে না এ’ অসহ্য পরনির্ভর ক্ষুধা
অথচ দেখেছো দেশখেকো রাজনীতিকেরা আজ
সুন্দরী গণিকার যোনি চেটে তৃপ্তির ঢেকুরে করছে ক্ষুধা নিবারণ!
এখানে তো শুধু আত্মঘাতী ক্ষুধায় কাতর মানুষের দল
একে অন্যের সব ইচ্ছেগুলোকে চিবিয়ে চিবিয়ে
আখের নিরস ছোবড়া বানিয়ে ফেলে
আর নিরাশার ঘুম চোখে আশা পূরণের ব্যর্থ স্বপ্ন দ্যাখে।
সম্মানী
বৃদ্ধ এ’ বালুকা বেলায় তরুণী ও যুবতী ঢেউগুলো
কেমন আছড়ে আছড়ে পড়ছে আজ
আয়নাতে মুখ দেখি রোজ
শ্যাওলা পড়া দেয়ালেতে চুনের ছিটা লেগে আছে
এ’ দেয়ালে প্রেমালেখ্য লেখা যাবে না
কি করে বোঝাবো
এ’ ভালোবাসার উপযুক্ত সম্মানী আমার কাছে নেই
আব্দুল্লাহ্ জামিল
বিরহের নেশা
এবং কেউ চলে যায় আজ
বহুকালের না বলা কথা বলা হয়ে যায়
মরণের বহুকাল আগে
অতঃপর বিচ্ছিন্ন সংযোগ
তখন মেঘলা আকাশের হেঁয়ালিপনা
কখনো কখনো গুড়ি গুড়ি বৃষ্টি ঝরে
কখনো হাল্কা রোদের পরশ বুলায়
কিংবা ঝমঝম বৃষ্টিতে ভেজায়
তারপর ভুলে যাওয়া পথে
চলতে চলতে চলে যায় বিস্মৃত জগতে
এই প্রেমের গান গাইনি কোনদিন
অথচ বিরহের গানও কতো আনন্দদায়ক
না কিছু আশা করতে নেই
তাতে শুধু কষ্ট বেড়ে যায়
আমি তো আর কষ্ট চাই না
এখন বিরহের নেশায় বুঁদ হয়ে আছি
ক্ষুধাচিত্র
লাজ-লজ্জাবিহীন এই রাঁধুনী নির্ভর ক্ষুধা ভালো লাগে না
অত বকবক করা কেনো?
নির্লিপ্ত সূর্যটা শুধু জ্বালা ধরানো কিরণ ঢেলে যায় মনে
আর ভালো লাগে না এ’ অসহ্য পরনির্ভর ক্ষুধা
অথচ দেখেছো দেশখেকো রাজনীতিকেরা আজ
সুন্দরী গণিকার যোনি চেটে তৃপ্তির ঢেকুরে করছে ক্ষুধা নিবারণ!
এখানে তো শুধু আত্মঘাতী ক্ষুধায় কাতর মানুষের দল
একে অন্যের সব ইচ্ছেগুলোকে চিবিয়ে চিবিয়ে
আখের নিরস ছোবড়া বানিয়ে ফেলে
আর নিরাশার ঘুম চোখে আশা পূরণের ব্যর্থ স্বপ্ন দ্যাখে।
সম্মানী
বৃদ্ধ এ’ বালুকা বেলায় তরুণী ও যুবতী ঢেউগুলো
কেমন আছড়ে আছড়ে পড়ছে আজ
আয়নাতে মুখ দেখি রোজ
শ্যাওলা পড়া দেয়ালেতে চুনের ছিটা লেগে আছে
এ’ দেয়ালে প্রেমালেখ্য লেখা যাবে না
কি করে বোঝাবো
এ’ ভালোবাসার উপযুক্ত সম্মানী আমার কাছে নেই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন