সত্যের শস্য দানা
মনোজিৎ দত্ত
যতই লাঙ্গল দিই...আমার শব্দগুলো
জল - মাটি -কাঁদায় ঠিকঠাক মেশেনা
খুব একটা ভাল ফলন হবেনা জানি
তবুও কবিতার প্রান্তিক চাষীতো ...
ঘাম ঘাম চেষ্টার খামতি নেই।
জানি ... সব ঋতুতেই
কবিতার কমবেশ ফলন হয়
একেক ঋতুর একেক স্বাদ।
আমিও চেষ্টা করি ...
তবুও আমার শীতের কবিতা -
গরমে ঘেমে উঠে
আমার গরমের কবিতা ... শীতে জুবুথুবু।
কোকিল বসেনা বসন্তে কবিতার ডালে
ঝুলে থাকে আত্মঘাতী কৃষকের লাশ
শরতের সাদা মেঘের ভেলা বিবর্ণ
তবুও ঘাম ঘাম চেষ্টার খামতি নেই।
প্রেমের কবিতা লিখলে
লোকে বলে - এটা সুইসাইড নোট
বিপ্লবের কবিতা যেন শোকপ্রস্তাব
প্রতিবাদের কবিতা জঙ্গী হয়ে উঠেনা
শব্দেরা যেন শবযাত্রার মৌনমিছিলে।
জ্যোৎস্নার কবিতায় সূর্যের বিদ্রুপ
... চাঁদও যে সূর্যের কাছে ঋণী
বৈরী-বাতাসে স্বপ্ন-চোখে অন্ধকার।
তবুও ... ঘাম ঘাম চেষ্টার খামতি নেই।
আমার ঘাম ঘাম চেষ্টার খামতি নেই
আসছে দিনে -
অন্ধকারে না ... অন্ধকার পুঁতবো
লাঙ্গলের ফলায় - কবিতার শরীরে।
সত্যের হাজার ওয়াট হ্যালোজেনে
জমাট অন্ধকার কবিতা হয়ে উঠবে।
জমাট অন্ধকার 'কবিতা' হয়ে উঠবে।
মনোজিৎ দত্ত
যতই লাঙ্গল দিই...আমার শব্দগুলো
জল - মাটি -কাঁদায় ঠিকঠাক মেশেনা
খুব একটা ভাল ফলন হবেনা জানি
তবুও কবিতার প্রান্তিক চাষীতো ...
ঘাম ঘাম চেষ্টার খামতি নেই।
জানি ... সব ঋতুতেই
কবিতার কমবেশ ফলন হয়
একেক ঋতুর একেক স্বাদ।
আমিও চেষ্টা করি ...
তবুও আমার শীতের কবিতা -
গরমে ঘেমে উঠে
আমার গরমের কবিতা ... শীতে জুবুথুবু।
কোকিল বসেনা বসন্তে কবিতার ডালে
ঝুলে থাকে আত্মঘাতী কৃষকের লাশ
শরতের সাদা মেঘের ভেলা বিবর্ণ
তবুও ঘাম ঘাম চেষ্টার খামতি নেই।
প্রেমের কবিতা লিখলে
লোকে বলে - এটা সুইসাইড নোট
বিপ্লবের কবিতা যেন শোকপ্রস্তাব
প্রতিবাদের কবিতা জঙ্গী হয়ে উঠেনা
শব্দেরা যেন শবযাত্রার মৌনমিছিলে।
জ্যোৎস্নার কবিতায় সূর্যের বিদ্রুপ
... চাঁদও যে সূর্যের কাছে ঋণী
বৈরী-বাতাসে স্বপ্ন-চোখে অন্ধকার।
তবুও ... ঘাম ঘাম চেষ্টার খামতি নেই।
আমার ঘাম ঘাম চেষ্টার খামতি নেই
আসছে দিনে -
অন্ধকারে না ... অন্ধকার পুঁতবো
লাঙ্গলের ফলায় - কবিতার শরীরে।
সত্যের হাজার ওয়াট হ্যালোজেনে
জমাট অন্ধকার কবিতা হয়ে উঠবে।
জমাট অন্ধকার 'কবিতা' হয়ে উঠবে।
এক অনবদ্য প্রাপ্তি। খুব ভালো কবিতা পড়লাম - মেদেও সুন্দর।
উত্তরমুছুন