ক্ষত
সুবর্ণা গোস্বামী
এরকম হয় মাঝে মাঝে,
শিকারী পাখির কাছে অনুরোধ করি
বিঁধে থাকা সূচ খুলে দিতে,অরব শরীরময়।
যন্ত্রণার জলচৌকি চৌচির তবু
থামবার নয় তার অমোঘ নখর,
জলসাঘরের রঙিন জানালার কাচে
চোখ রাখলে দেখা যায়
হাড়,মাংস প্রনয়ের ক্ষত,
ধূপের নিহত নিঃশ্বাস,
অলিতে গলিতে পড়ে থাকা হৃদয়ের মৃতদেহ আর
বিষের পেয়ালাটিকেও।
এরকম হয় মাঝে মাঝে,
মাঝরাতে বুকে ভর দিয়ে উঠে আসে স্বপ্নের ধ্বংসস্তূপ
বুকের উপর নিয়ে ঘুমিয়ে থাকি
দেখি সে আমারই মতন কেউ,সহোদরা?
কখনও স্নেহের চিরুনী দিয়ে আঁচড়ে দেই চুল,
কখনও কৌশলে চোরাবালিতে ফেলে
দেখি মুগ্ধ চোখে নিঃশেষে ডুবে যাওয়া তার।
দাবদাহ, সূচ আর ঘৃণার চুম্বন,
ফিরে ফিরে আসে
তারা তো মানুষ নয়,
আমাকে একলা ফেলে কি করেই বা যাবে?
এরকম হয় মাঝে মাঝে
যত্নে লুকিয়ে রাখা অমরত্বের কবচ
ছুঁড়ে দেই অসুখের পায়ের উপরে।
সুবর্ণা গোস্বামী
এরকম হয় মাঝে মাঝে,
শিকারী পাখির কাছে অনুরোধ করি
বিঁধে থাকা সূচ খুলে দিতে,অরব শরীরময়।
যন্ত্রণার জলচৌকি চৌচির তবু
থামবার নয় তার অমোঘ নখর,
জলসাঘরের রঙিন জানালার কাচে
চোখ রাখলে দেখা যায়
হাড়,মাংস প্রনয়ের ক্ষত,
ধূপের নিহত নিঃশ্বাস,
অলিতে গলিতে পড়ে থাকা হৃদয়ের মৃতদেহ আর
বিষের পেয়ালাটিকেও।
এরকম হয় মাঝে মাঝে,
মাঝরাতে বুকে ভর দিয়ে উঠে আসে স্বপ্নের ধ্বংসস্তূপ
বুকের উপর নিয়ে ঘুমিয়ে থাকি
দেখি সে আমারই মতন কেউ,সহোদরা?
কখনও স্নেহের চিরুনী দিয়ে আঁচড়ে দেই চুল,
কখনও কৌশলে চোরাবালিতে ফেলে
দেখি মুগ্ধ চোখে নিঃশেষে ডুবে যাওয়া তার।
দাবদাহ, সূচ আর ঘৃণার চুম্বন,
ফিরে ফিরে আসে
তারা তো মানুষ নয়,
আমাকে একলা ফেলে কি করেই বা যাবে?
এরকম হয় মাঝে মাঝে
যত্নে লুকিয়ে রাখা অমরত্বের কবচ
ছুঁড়ে দেই অসুখের পায়ের উপরে।
রয়ে সয়ে পড়ব কবিতাখানি।
উত্তরমুছুন