কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৫ অক্টোবর, ২০১৩

কবিতা - সন্দীপ দাশ

অনাবৃষ্টি
সন্দীপ দাশ


বৃষ্টি এলো না !!!
বৃষ্টি এলো না......
অথচ, এক পশলা বৃষ্টির ভীষণ প্রয়োজন।
সব ধুয়ে মুছে গেলে
সারাদিনের অস্বস্তি কিছুটা অন্তত কমে—
তবু, বৃষ্টি এলো কই......
পাশের বাড়ির মঞ্জুলাদি আজ
অনেকদিন পর হাওয়াইন গীটারে গান তুলছে,
“এবার নীরব করে দাও হে তোমার......”
ওপাশের বাড়ির তন্ময় সকাল থেকে দরজা এঁটে বসে।
সকালের পেপার বলছে,
মেয়েটা হাতের শিরা কেটে বৃষ্টি আনতে চেয়েছিল...
সকলেই বৃষ্টির খোঁজে,
তবু, বৃষ্টি এলো কি?
ক’জনের জীবনেই বা বৃষ্টি আসে?
যাদের এলো বা আসবে,
তারা অঝোর ধারায় ভিজে নেয়
বারংবার আর আমাদের,
যাদের জীবনে বৃষ্টি এলো না, তারা,
ঘণ্টা- মিনিট- সেকেন্ড গুনতে গুনতে
আরও বেশি অস্বস্তির দিকে এগিয়ে চলেছি......
ক্রমশই......
বৃষ্টিহীন আকাশে খুব তাপ। ...
তা তুমি জানবে কেমন করে?
তোমার আকাশ তো কোনদিন তাপমান নয়।
তোমার আকাশে আসে শীত আর বসন্ত;
শীতে পাতা ঝরিয়ে বসন্তে আবার নতুন পাতা...
তুমি কি বুঝবে বৃষ্টিহীনতার কি জ্বালা???

1 টি মন্তব্য:

  1. casino no deposit bonus codes, casino free spins, no deposit bonus
    Find 상주 출장샵 out why no deposit bonuses, no deposit bonus codes, 과천 출장샵 casino free 강원도 출장샵 spins, 평택 출장안마 no deposit bonus codes, casino 동두천 출장안마 free spins, no deposit bonus codes,

    উত্তরমুছুন