কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৫ অক্টোবর, ২০১৩

কবিতা - স্বাতী বিশ্বাস

রূপকথা
স্বাতী বিশ্বাস



কোথায় গেল রূপকথারা তেপান্তরের মাঠ
ক্যামন করে হারিয়ে গেল মুন্সিগঞ্জের হাট।

অরুণ বরুণ কিরণমালা বুদ্ধু ভুতুম সোনা
নীলকমল আর লালকমলের স্বপ্নে আনাগোনা।

ডালিমকুমার ক্যামন করে লুকিয়ে ডালিম গাছে
রাজকন্যার ঘুম ভাঙিয়ে রাখতো নিজের কাছে।

সোনার কাঠি রূপোর কাঠি জীয়ন কাঠি হয়ে
দেশের মানুষ উঠত বেঁচে আবার হেসে গেয়ে।

ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমী আর সাত সমুদ্র নদী
হীরের গাছে মোতির ফুল নানান রঙের ছবি।

ঠাকুরমায়ের ঝুলির থেকে কতই গল্প কথা
স্বপ্নে এসে দেখা দিতো সোনালী রূপকথা।

রাক্ষসেরা যাতেই হারে  রাজপুত্রের কাছে
এটাই শুধু কাম্য ছিলো ভুল না হয় পাছে।
কেউ শোনেনা ওসব  কথা  নেই যে ঠাকুরমা
নিজের গাছ কাটছি নিজেই মুড়িয়ে নটেখানা ।

রাজপুত্তুর পালিয়ে গেছে পক্ষী রাজে চেপে
তাইতো আঁধার লেগে আছে এই বৃত্ত ব্যপে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন