কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৫ অক্টোবর, ২০১৩

কবিতা - আলি রেজা

প্রখর শিকারী
আলি রেজা



দুপুরের দহনকে আঁচলে গিট মেরে কিশোরীটি ঘাসফড়িংয়ের পিঠে চেপে বসে। শস্যখেতে কলসীর কণা, রক্তের ঘ্রাণ পাই আলপনা আঁকা পায়ের গোলাপি ডিমে, রুপান্ধ কিশোরীর মুখে মাদলের কাঁপন, লাভার স্রোত কোন চিহ্ন রাখেনি তার তামাটে উদরে, অনতিগভীর নাভির পাড়ে সোমত্ত পলির স্তর।

ভো-কাট্টা ঘুড়ির সুতো ধরে আকাশে উড়াই, আমার কখনো না্টাই হলো না। আর স্পর্ধা কেন?

সন্ধ্যা হলেই ফিরে আসি মাটির ডেরায় পূর্ব-পুরুষের প্রত্নভূমি, এখানে প্রতিটি রাত প্রখর শিকারী।

২টি মন্তব্য: