কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৫ অক্টোবর, ২০১৩

কবিতা - অরুণ সেনগুপ্ত

ঈর্ষা
অরুণ সেনগুপ্ত



ঈর্ষাকাতর চোখ রোজ হেঁটে যায়
তিনতলা বাড়ি ওই - সাদা দেওয়াল
পায়রা ওড়ে দুবেলা ; শান্ত ঘুমায় ।
অদৃশ্য ধারহীন এক তরোয়াল
সুনিপুণভাবে খালি মর্মে খোঁচায় ।
পানের লতিকা ফেলি গা মেটাতে ঝাল ।
ফিরতে আসতে যাই ; শরীর গোলায়
নিজের মনেই নিজে দিই গালাগাল ।
ফুটফুটে দেওয়াল ঝিলিক রৌদ্রে
আছাড়ি পিছাড়ি ঢেউ খেলে যায় রোজ
বোলাই কালির তূলি হিংস্র আঁচড়ে
ক্ষত করি , তার নেই কোনই গরজ ।
কেমন আকাশে ওড়ে ; উড়েই তো যায় -
ঈর্ষা চোখ যতই সিঁড়ি টপকায় ।

1 টি মন্তব্য: