কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ৫ অক্টোবর, ২০১৩

কবিতা - পৃথা রায় চৌধুরী

চন্দ্রাহতা
পৃথা রায় চৌধুরী



অপরপক্ষের দেওয়ালে সিঁদুরে স্বস্তিক জানান দিয়েছে
তোমার কাছে, বাজি রেখেছি অপার আশার এক সিন্ধু অনন্ত
তীর ধনুক শিশু শেষটা প্লাস্টার জড়ানো বোকামির দায় নিয়েছে;
সশব্দ তাগিদে ফুটে ওঠে শুধু উৎসাহী আকুলতা,
চোখ দাও মনের মতো করে, যেখানে হাওয়ারও রঙে
বাঁধা থাকে পুনর্জন্মে তোমাকে পাবার মানতনুড়ি।

স্থির আয়নায় গতিশীল হয়ে যায় ছবি,
অন্তহীন মধ্যরাতে সুর তোলে সর্বনাশী কুহকিনী
সম্পর্ক কন্ট্র্যাক্টে সৃষ্টিকর্তার দায়সারা সই মেলে না;
মন দিয়ে নাড়ির টানে ভালোবাসা উল্কি ফোটাবো
আসন্ন স্নানকালে স্খলিত বর্ম অস্বাভাবিক সুস্থির,
চাঁদ টেনে নেয় ভেঙে পড়া বাঁধের সংযমী নুড়ি অনায়াসে।

২টি মন্তব্য: