সম্পাদকীয় - ১ম বর্ষ ৬ষ্ঠ সংখ্যা
ফেস বুকে প্রতিদিন-ই একটা কি দুটো নতুন গ্রুপ গজিয়ে উঠছে - রকমারি বার্তা নিয়ে সাজসজ্জায় আধুনিকতা ও চোখ ধাঁধানো মোড়কে। কিন্তু সম্পর্কের বন্ধনে বেঁধে থাকবার - একটা পারিবারিক আকর্ষণে সাহিত্য মনস্ক মানুষ গুলিকে একসাথে রেখে দেবার মানসিকতা কবিতার পরিবারের এক অসাধারণ সম্পদ। বলতে গেলে, ফেসবুকে সর্বাধিক স্বার্থক একটি পারিবারিক কবিতা সংগঠন। দুই বাংলা মিলে মিশে বিশ্বের সমস্ত প্রান্ত সীমাকে ছুঁয়ে গেছে কবিতার পরিবার - ২৪ ঘন্টা সচল - ৩৬৫ দিন। এই ভার্চুয়াল পৃথিবীতে সমস্ত লিমিটেসন অতিক্রম করে একটি পারিবারিক চেহারা দেবার এমন সুন্দর প্রচেষ্টার জন্য পরিবারের প্রাণ পুরুষ সিদ্ধার্থ শর্মা কে আমার স্নেহ ও ভালবাসা। পারিবারিক ব্লগ জিন বের করবার দুঃসাহস দিয়েছিলেন এবং আজ-ও মুখ বুজে সব পরিশ্রম সয়ে নেন সেই সুমিত রঞ্জন দাস কে আমার শ্রদ্ধা। মৌ দাসগুপ্ত, নাশিদা খান চৌধুরী , ঝুমা মজুমদার এবং সর্বোপরি মঞ্জুলা দিদির সুযোগ্য পরিচালনাতে পরিবার যেভাবে চলছে সেই আবেগে শ্রদ্ধায় আনত হই। ঐকান্তিক ইচ্ছে ও প্রাণ-প্রাচূর্যেই সম্ভব হয়েছে, কবিতার পরিবারে একই সাথে কবি ও পাঠকের দুই রকম চাহিদা মেটানোর। পরিবারে নতুন কবিদের যেভাবে উৎসাহ দিয়ে এগিয়ে নেবার চেষ্টা দেখেছি, সেটি সত্যিই প্রশংসনীয়।
খুব সুখের কথা আজ বেরুচ্ছে ব্লগজিনের ৬ষ্ঠ সংখ্যা। সুমিত বাবু ও সিদ্ধার্থ সামলাচ্ছে সব - প্রচুর মানুষ লিখছেন । প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা।
পারিবারিক আরও আরও ভালবাসা কুড়িয়ে নিক - পরিবার আরও সমৃদ্ধ হোক এই প্রার্থনা। ধন্যবাদ।।
খুব সুখের কথা আজ বেরুচ্ছে ব্লগজিনের ৬ষ্ঠ সংখ্যা। সুমিত বাবু ও সিদ্ধার্থ সামলাচ্ছে সব - প্রচুর মানুষ লিখছেন । প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা।
পারিবারিক আরও আরও ভালবাসা কুড়িয়ে নিক - পরিবার আরও সমৃদ্ধ হোক এই প্রার্থনা। ধন্যবাদ।।
পারিবারিক সম্পাদকমন্ডলীর পক্ষে শ্রীযুক্ত জয়ন্ত সাহা