লিখতে পারিনি
আমি লিখতে পারিনি
একটাও কবিতা
বুক ফাটা কান্না দিয়ে।
একটা চিরকুট ও লিখতে পারিনি
হাহাকার কেনা কথা দিয়ে।
বিসন্নতার কোনো বাক্য দিতে পারিনি
পাঠকের মন জয় করতে।
আমি লিখেছি লোহার আদর
নীরব অন্ধকারে
আমি লিখেছি
মরে যাওয়া ভূত
আমাকে চলার পথ দেখায়।
সবাই বলেছে মিথ্যে কথা,
মরে যাওয়া মৃত্যুর কারন
ভুল থেকে দূরে রাখে
এই কথাটি আজও মানেনি কেউ
আমি বলে যাবো সেকথা
যা আজো বলেনি কেউ।
আমি লিখতে পারিনি আজো
একটি
মিথ্যে কবিতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন