কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৩

কবিতা - সানাউল্লাহ সাগর



উম্মাদনা

গতোকাল সারাদিন অলস ভাবনায় কেটেছে বিচ্ছিন্ন সময়;
স্বপ্নের মাঠে আগাছা তুলে পরিচর্যা চলেছে, ভায়োলিনের কাতরতা
...
থামিয়ে উল্লাসের উম্মাদনায় মাতিয়ে তোলতে সময়। এ রকম যাচ্ছিলো
এলোমেলো দিনগুলো...হঠাৎই দেখা তোমার- স্বর্গ বিচ্ছুত নক্ষত্র তুলে নেবার কালে।
অবরুগ্ধ অন্ধকারে লাল রেখা টানা রাজ্যে। আমিও তখন দূরে দূরবীন নিয়ে
কলম্বাসের সহযাত্রী।

তারপর কিছু খুনসুটির হাঁপানি, মুছে যাওয়া নোনা জলের দাগ আলোড়ন
তুলেছে আত্মার অবয়বে। সরস সময়ের প্রেমালাপে মগ্ন কবি মাতাল থেকে
আরো মাতাল হলো অস্পষ্ট তৃষ্ণা গিলে।

বিদুৎ চমকে গেলে স্পষ্ট দেখা গেলো বেসামাল কাতরতা।
ততক্ষনে নিস্তেজ হয়ে গেছে উৎসাহি মিছিল...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন