নির্জনতা
শ্যাওলা ধরা পোড়ো বাড়িটার
নোনা ধরা নির্জনতা
হাহুতাশ প্রহরের বিরান নিদান
অশনি কোজাগরী অনুরণন।
নোনা ধরা নির্জনতা
হাহুতাশ প্রহরের বিরান নিদান
অশনি কোজাগরী অনুরণন।
নদীর পাড় ঘেঁষে বুড়ো বট গাছটার
শ্যাম-প্রহরে-র নির্জনতা
ঝপাস্ শব্দের ষাঁড়া ষাঁড়ি বান
লবণী গাগরী ভরণ।
শ্যাম-প্রহরে-র নির্জনতা
ঝপাস্ শব্দের ষাঁড়া ষাঁড়ি বান
লবণী গাগরী ভরণ।
হাফর তোলা বুক-পাঁজরের ঘেরাটোপে-র
(নিঃ)শব্দ ধ্বনি নির্জনতা
ঘাষ ফড়িং এর গুন গুন গান
পবণী মায়াবী সম্মোহন।
(নিঃ)শব্দ ধ্বনি নির্জনতা
ঘাষ ফড়িং এর গুন গুন গান
পবণী মায়াবী সম্মোহন।
প্রতীক্ষা উজান বেয়ে বয়ে যায়
ফিসফিসিয়ে নির্জনতার কর্ণকুহরে
নির্জনতা জাদুকরী প্রশ্রয় পায়
জেলে ডিঙ্গি আর বৈঠার আঁচড়ে।
ফিসফিসিয়ে নির্জনতার কর্ণকুহরে
নির্জনতা জাদুকরী প্রশ্রয় পায়
জেলে ডিঙ্গি আর বৈঠার আঁচড়ে।
শুধু মন জুড়ে অপেক্ষা দরোয়াজায় কড়া নাড়া
ধ্যান ভাঙ্গা চিত্ত আকুল কৃষ্ণমদির আঁখিতারা।
ধ্যান ভাঙ্গা চিত্ত আকুল কৃষ্ণমদির আঁখিতারা।
প্রতীক্ষা উজান বেয়ে বয়ে যায়
উত্তরমুছুনফিসফিসিয়ে নির্জনতার কর্ণকুহরে
নির্জনতা জাদুকরী প্রশ্রয় পায়
জেলে ডিঙ্গি আর বৈঠার আঁচড়ে।
শুধু মন জুড়ে অপেক্ষা দরোয়াজায় কড়া নাড়া
ধ্যান ভাঙ্গা চিত্ত আকুল কৃষ্ণমদির আঁখিতারা।
অদ্ভুত সুন্দর লিখেছো সিদ্ধার্থ। ভীষণ ভীষণ ভালো লাগলো কবিতাটা। তোমার লেখঅ সেরাগুলোর তালিকায় রাখতে পারো একে। শুভকামনা রইলো কবি। :)