ধোঁয়াশার শিশির
কুয়াশা তোমাকে ছোঁয়
এই গোধূলির রাঙা আলো
মেঘ বালিকা হয়ে হয়ে
মিলিয়ে যাও অনাগত ভোরে
বিচ্ছুরিত হও দৃষ্টির অগোচরে
আকুতি আর পরম্পরায়
ছন্দে ছন্দে ছন্দোবদ্ধ ফোটায়
বিধৌত শ্যামলিমার বুকে
বিন্দু, বিন্দুতে আগত স্বাগত সিন্ধুতে....
স্বপ্নের পেছনে পড়ে থাকে দু’মুঠো বিচ্ছুরণ !
কুয়াশা তোমাকে ছোঁয়
এই গোধূলির রাঙা আলো
মেঘ বালিকা হয়ে হয়ে
মিলিয়ে যাও অনাগত ভোরে
বিচ্ছুরিত হও দৃষ্টির অগোচরে
আকুতি আর পরম্পরায়
ছন্দে ছন্দে ছন্দোবদ্ধ ফোটায়
বিধৌত শ্যামলিমার বুকে
বিন্দু, বিন্দুতে আগত স্বাগত সিন্ধুতে....
স্বপ্নের পেছনে পড়ে থাকে দু’মুঠো বিচ্ছুরণ !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন