ধর্ষিতা
ঘুমিয়ে ছিলাম ...
পারস্যের রাজকন্যের মত ।
হিম ঠাণ্ডা ঘর , আপাদমস্তক সাদা রেশমে ঢাকা ,
ঘুম , খুব শান্তির সে ঘুম
ছিল না রোজকার পিছু ডাকা ।
কিন্তু , জানি না , কে যেন জীয়ন কাঁঠি ছুঁইয়ে দিল ,
রূপকথার আদলে !
ঘুম ভাঙ্গলো বিকট গন্ধে ,
কানে এলো সেই ছেঁড়া ধিতাং সুর
অশনিসংকেতর মাদলে ।
বেরিয়ে এলাম নরম পায়ে ,
ঠিক বুনো হরিণীর মত
বড় আচেনা ঠেকছিল , চারপাশটা !
ভরে নি তখনো , মনের ক্ষত ।
এগিয়ে আর লাভ কি ?
সবটাই তো ফাঁকি !
আমার ঠাণ্ডা ঘরটাই ভাল
ঘুমোতে দাও , দোহাই তোমার ,
নিভিয়ে দাও সব আলো ।।
পারস্যের রাজকন্যের মত ।
হিম ঠাণ্ডা ঘর , আপাদমস্তক সাদা রেশমে ঢাকা ,
ঘুম , খুব শান্তির সে ঘুম
ছিল না রোজকার পিছু ডাকা ।
কিন্তু , জানি না , কে যেন জীয়ন কাঁঠি ছুঁইয়ে দিল ,
রূপকথার আদলে !
ঘুম ভাঙ্গলো বিকট গন্ধে ,
কানে এলো সেই ছেঁড়া ধিতাং সুর
অশনিসংকেতর মাদলে ।
বেরিয়ে এলাম নরম পায়ে ,
ঠিক বুনো হরিণীর মত
বড় আচেনা ঠেকছিল , চারপাশটা !
ভরে নি তখনো , মনের ক্ষত ।
এগিয়ে আর লাভ কি ?
সবটাই তো ফাঁকি !
আমার ঠাণ্ডা ঘরটাই ভাল
ঘুমোতে দাও , দোহাই তোমার ,
নিভিয়ে দাও সব আলো ।।
বাস্তব রূপকথা
মহাপৃথিবীর বুকে ...
দুটি আত্মা ,এখনো জেগে ,
বাস্তবের আড়ালে !
কল্পনার খেয়া বেয়ে , জীবনের গান গেয়ে
সাজায় নিশিবাসর !
বাসি ফুলের মালা ,ধরায় বুকেতে জ্বালা
বেলাশেষে , ভাঙ্গে সে আসর ।
অবিন্যাস্ত সাজ , স্পষ্ট ...প্রতিটি ভাঁজ
রাতজাগা পরীর গল্পে ,
চলছে অভিসার , দুজনার গোপনে
সুখি তারা , চাহিদার অল্পে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন