কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৩

কবিতা - মৌ দাশগুপ্তা



তুমি, আমার মেয়েবেলা

দুধেলা ঢাকাই,লালপাড়,
কাজলা চোখে নিঃশব্দ হাতছানি,
যতবার বিদায় বলেছি
চোখের পাতায় উঠেছে কাঁপন,
কান্না হয়ে মায়া চুঁইয়ে পড়েছে বিন্দু বিন্দু,
অথবা সজোরে আঁকড়ে ধরেছ হাত,
স্তব্ধ স্মৃতি হয়ে গেছে অসহায় সময়।

খেলাছলে যতবার ছাড়িয়ে নিয়েছি হাত।
তুমি আমার ভাবনা হয়ে ঝড় তুলেছ মনে।
ঔজ্জ্বল্যে জ্বলে উঠেছ
রোদ ঝলমলে শিশিরদানার মত।
বুকভরা কথা নিয়ে লাজুক শব্দের ভীড়ে রয়েছ
 ভালোবাসার লজ্জা নিয়ে একা তুমি।

সোহাগী প্রেমের আবেশে গলে যাও তুমি,
নিঃশ্বাসে তোমার ওঠে আদিম অশান্ত ঝড়,
অঙ্গুলি হেলনে শালীনতা সীমা ছাড়ায়,
বাস্তবের তরঙ্গমালায় দুলে একটা একটা করে
জীবনের অসমাপ্ত বৃত্তগুলিকে পার হও তুমি।
মায়াডোরে বেঁধে আমার জীবনের
সোনালী মুহূর্তগুলিকে কেড়ে নাও,
আর আমি ক্ষুদ্র কবি
সেই স্মৃতি ছুঁয়ে বসে থাকি।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন