কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৩

কবিতা - সুপর্নরঞ্জনা পর্ণা সরকার



মনে প্রশ্ন জাগে খুব

সেদিন টিভিতে দেখলাম কলকাতা বর্ষশেষের কিছু খণ্ডচিত্র
একদিকে ধর্ষিতার প্লাকার্ড মোমবাতি মিছিল
পুরুষ মহিলার সঙ্গবদ্ধ বিক্ষোভ...মৌনযাত্রা...
আরেকদিকে বিদেশি বর্ষবরণে উদ্দাম হুল্লোড়
পুরুষ মহিলার সঙ্গবদ্ধ নাচ...উত্তাল...বেসামাল !
চোখ আটকে যায় কিছু মেয়ের রুচিহীন কার্যকলাপ,
অশালীন অঙ্গভঙ্গি অসভ্যতা সীমাহীন...
হিল্লোল উন্মত্ততায় শারীরিক আন্দোলন;
মদিরায় আসক্ত টালমাটাল নারী-
অঘটন ঘটে যায় যেকোনো সময় জ্ঞানহীন...
তবু আমরা লজ্জা লুকাতে আঙ্গুল তুলি পুরুষ,
তাদের কাঠগড়ায় দাঁড় করায় নির্বিচার,
কলমের খোঁচায় রক্তাক্ত করি অহরহ;
আবার তাদের নিয়েই বৃহতর আন্দোলনে সামিল !
প্রশ্ন জাগে... মনে প্রশ্ন জাগে অনেক...
সব ধর্ষণের পিছনে কি শুধুই পুরুষ ??
মেয়েদের বুঝি দায় নেই কিছু ??
পুরুষরা কি ধর্ষিত লাঞ্ছিত হয়না সমাজে ??
আইনের মিথ্যে দায় চাপানো হয়না তাদের মাথায় ??
বাধা পৌরুষ... তাই নীরব অহংকারী পুরুষ !
জন ধর্ষিত লাঞ্ছিত পুরুষের পাশে দাঁড়াতে পারে নারী ??
কেন হয়না তাদের নিয়ে এমন বিক্ষোভ সোচ্চার প্রতিবাদ ??
যদি চাইতে পারি সমান অধিকার...কবে হবে সমান অঙ্গীকার??
প্রশ্ন জাগে... মনে প্রশ্ন জাগে খুব !!!


1 টি মন্তব্য:

  1. মাঝে মাঝেই অবাক হই, পরনা খুব কাছে থেকে সত্য ঘটনাকে কুড়িয়ে আনে ।

    উত্তরমুছুন