কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৩

কবিতা - অনন্যা ভট্টাচার্য



হারিয়ে দিলি তুই

অনেক লোক এ বলেছিল
বন্ধুর মত কয়েকটা ছুরি -ও
রীতিমতো বিশ্লেষণ করে
উপপাদ্য...

তবু ভেবেছিলাম জিত্-তে পারব
ভুল দেখিয়ে দেবো

সব নুড়ি-পাথর - দৌলত
আর খেলনা অস্ত্র শস্ত্র - সজ্জা
ভেবেছিলাম এ বিশ্বব্রহ্মান্ডের শক্তি
আর মাধুর্য ... আর প্রজ্ঞা...

ভেবেছিলাম, আমার খেলনা-বাটি -
পুতুল গুলোর বিয়ে দিবি

আস্ফালন - আহ্লাদ ও
বলেছিলি, ছুরি নোস্ .. হয়ত কাশফুল - তাই..
কোনো দাগ লুকোনো নেই

ভাবনা ভুল
গড়াতে-ই গলদ - দেখিয়ে দিলি

পুতুল গুলো এখন তাকিয়ে আছে....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন