কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৩

কবিতা - পারমিতা চ্যাটার্জী



অজানায়


নীল আকাশটা ঢাকা কুয়াশার চাদরে,
মনটা আছে ভিজে ঘাসের ছোঁয়ায়,
সিক্ত হৃদয় তবু উদাস হাওয়ায়
আকাশকে ডেকে বলে আয়।
তারায় ভরা এ স্বর্ণালী সন্ধ্যা,
রঙিন আলোয় ঢাকা পূর্নিমা জোৎস্না,
নদীর জলে ভাসা একটি নৌকা
পাল তুলে কোথায় যে যায়।
জীবনের ক্যানভাসে ছবির সম্ভার,
রঙহীন মলাটের কবিতার খাতা,
কলেজ পালিয়ে সেই কফির আড্ডা
সব যেন জ্বলে যায় অতীতের ধোঁয়ায়।
মন তবু থাকে চেয়ে,
কি যেন আশায় ছেয়ে,
খুজে চলে কবিতা
জীবনের যত কথা,
যত ছবি ছিল আঁকা,
আবছায়া সেই ক্যানভাস।
তু্মি যেন খুজোনা,
অতীতের কবিতা,
ভরা স্রোতে চলে যাও,
পাল তুলে নৌকায়,
ডুব দাও নতুন অজানায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন