কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৩

কবিতা - শিবেন মন্ডল


স্বপ্ন


কেমন আছো ?
সময় গুলি কাটে কেমন করে ?
এই তো আমি বেশ আছি ,
প্রতারনা করে জীবনের সাথে ।
জানি মরিচিকা তবুও
ছুঁতে চায় মন ।
শুধু স্বপ্ন দেখাই হয় স্বার্থক ।
দেবালয়ের চন্দ্রখানি
কালের স্রোতে ধুকে ধুকে মড়ে ,
স্বপ্ন মালায় স্বপ্ন গুলি
বৃষ্টি ফোঁটায় ঝরে ।
শ্রাবণ নিয়ে সন্ধা আসে
নাকি আঁধার নামে মেঘে
নিরুপায় সময় হাতরে বেড়ায়
ঝরে পরা মালার মুক্তা গুলি খোঁজে ।
ও স্বপ্ন কারীগর ,
আর কতো ?
অনেক তো হলো স্বপ্ন মালা গাঁথা ,
এবার চলো বাড়ি ফিরি
যেথা হতে এসেছিলে ,ঠিক সেথা ।
আবার নতুন হয়ে ফিরে এসো ,
নতুন স্বপ্ন নিয়ে ।
আর ভুল করো না ,
বিনা সুতায় মিছে মালা গেঁথে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন