বাঁধ
পূর্ণিমার রাতে সুখী তাজমহলের
পরিপাটি, বেবাক রূপে মজলে তুমি
উন্মাদ হলে, খুঁজলে না তার
ভরাবসন্তের মৌন ইতিহাস।
কাঞ্চনজঙ্ঘার সোনালী বরফগলানো ভোর
তোমার নেশাতুর দুচোখে
বহুব্যাবহারে রিক্ত নদীবুকে
ঘন নীলের পদধ্বনি।
শুনলে তুমি কান পেতে
বাঁকা হেসে ভাসালে প্রবল জলোচ্ছ্বাসে।
কিন্তু সবুজ স্বপ্ন তো নিষিদ্ধ হিমবাহে
এ সময়ও নয় তোমার অনুপ্রবেশের,
অসাবধানে বিদ্ধ হও যদি কাঁটাতারে
রক্তাক্ত হবে গুছিয়ে রাখা মনজমিন
তোমার দুর্নিবার, বোহেমিয়ান পায়ের ছাপে।
দোহাই স্বপ্ন, ভালবাসায় ভিজিয়ো না আর
বরং পুড়তে দাও, এই রোজনামচার দাবানলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন