সুড়ঙ্গের শেষে
শুনেছি, রুপ জৌলুস তীব্র
হলে পাখি ডানা খোঁজে। সেই ডানাগুলো
কই যেখানে বিস্তর
অনুভুতি খেলা করে। দেখি না এখন
আর। কত সহজ হয়েছে
সেচ্ছা গ্রহণ। বিরামহীন চাওয়া পাওয়া।
এসকল মাংশল আশ্বাদে
দাড়িয়ে পড়লে থৈ থৈ বিষ। জ্যোৎনা ঋণী
হয়। ভুল ঘরে
ঢুকে পড়ে চাপা দেয়া হীন।
কাব্যিক সময়ে ফুটেজগুলো অস্থির।
নির্বপিত করার
তাগিদে চন্দ্রভূক বৃষ্টির পর নিঃশ্বাস ফেলার
জন্য একটাই ঘাড় চাই।
চাতুরীহীন আবেগে চেপে ধরবে শরীর
চাপা কান্না উঠে এলে হাসি দিয়ে ফলাবে জমিন।
অস্থিরতা নির্বাপণের জন্য চন্দ্রভূক বৃষ্টির পর নিঃশ্বাস ফেলার
উত্তরমুছুনজন্য একটাই ঘাড় চাই।
অভিভূত হলাম কবি ।